৪৭ না হলে বাংলাদেশ হতো হায়দারাবাদ: কর্নেল হাসিনুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২২: ০৯
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮: ৫১

৪৭ সালে পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশ হতো হায়দারাবাদ বলে মন্তব্য করে কর্ণেল(বরখাস্ত) হাসিনুর রহমান বলেন, তখন অনেকের ধারণা ছিল বাঙালি কি যুদ্ধ করবে? পিছন থেকে ভেগে যাবে লক্ষ্মণ সেনের মতো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ব্রিটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবী পরিষদ কর্তৃক জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী সদস্য সচিব গালীব ইহসান।

তিনি বলেন, ৪৭ এ কোনো বাঙালি সেনাবাহিনী ছিল না। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশকে পাকিস্তানের সেনাবাহিনী রক্ষা করেছে।

এ সময় তিনি আরো বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক রুটির বদলে একবেলা ভাত দেওয়া শুরু করলে বাঙালে সেনাবাহিনীতে যোগ দেয়। আমি যদি পাকিস্তানকে স্বীকৃতি না দেই তাহলে আমি আমার দাদাকেই অস্বীকার করলাম।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, বিহারিদের উপর যে অন্যায় জুলুম ও নির্যাতন হয়েছে তার ক্ষতিপূরণ ও ন্যায় বিচার আদায়ে জাতীয় বিপ্লবী পরিষদ রাজনৈতিক ভূমিকা রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহর নামে কোনো স্মৃতিফলক পর্যন্ত ছিল না। একটা হলের নাম নবাব সলিমুল্লাহর নামে নামকরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কতবড় নিমকহারাম হলে তাদের প্রতিষ্ঠাতার স্মৃতি চিহ্নও মুছে ফেলার চেষ্টা করে। বিশ্ববিদ্যালয়ের কোনো দিবস বা আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের নিয়ে কোনো আলোচনা করা হয় না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শেহরীন ইরাসহ বিপ্লবী পরিষদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত