ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। শনিবার বিকেলে বিজয়নগর বক্স কাল ভাট রোড থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এই বিক্ষোভ হয়।
শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েব আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, এ বি এম সিরাজুল মামুন।
শাখা সাধারণ সম্পাদক মো আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

