আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষমতার অপব্যবহারকারীদের জনগণ ক্ষমা করবে না: ব্যারিস্টার অসীম

স্টাফ রিপোর্টার

ক্ষমতার অপব্যবহারকারীদের জনগণ ক্ষমা করবে না: ব্যারিস্টার অসীম

ক্ষমতার অপব্যবহারকারীদের জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর কামারাঙ্গীচরের খোলামোড়া ঘাট এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, যারা অতীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন অথচ বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে সরকারি নানা সুযোগ-সুবিধা ভোগ করছেন, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছেন। এ ধরনের অপব্যবহারকারীদের জনগণ কোনোদিন ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, অন্তরে বৈষম্য লালন করে জুলাই-আগস্টের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। যারা রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে চান, তাদের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিতে হবে।

এক উপদেষ্টার ধানমন্ডি এলাকায় ভোটার হওয়া প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ভোটার হওয়ার শর্ত পূরণ না করেই তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। রাজনীতির শুরুতেই যারা মিথ্যা ও ছলচাতুরীর পথে হাঁটেন, তাদের দ্বারা দেশের বা জনগণের কল্যাণ সম্ভব নয়।

কামারাঙ্গীচরের বিভিন্ন এলাকা ঘুরে এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন