চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য গাজী তাহমিদ খানকে নির্মমভাবে হত্যার ঘটনায় এবং সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন গ্রুপের অভ্যন্তরীণ সংঘর্ষের নামে চলমান সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। একই সঙ্গে সহিংসতা বন্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছে আপ বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে এ কর্মসূচির পালিত হয়।
মিছিলপূর্ব সমাবেশে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, “ইন্টেরিম সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের জান-মালের যে নিরাপত্তা প্রয়োজন ছিল, তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
তিনি আরও বলেন,“কিছুক্ষণ আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা এই তফসিলকে স্বাগত জানাই। কিন্তু এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। বিএনপির সন্ত্রাস বন্ধে তারেক রহমানকে কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় জনগণ ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবে।”
আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন,“তারেক রহমান ৩১ দফা সংস্কারের দাবি নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন, অথচ তারই দলের কিছু বিপথগামী নেতাকর্মী সন্ত্রাসী তৎপরতা চালিয়ে বিএনপির সম্ভাবনা ক্ষীণ করছে। এরই ধারাবাহিকতায় তারা আপ বাংলাদেশের নেতা গাজী তাহমিদ খানকে খুন করেছে। তারেক রহমান এখনই তার দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনলে ভোটের মাঠে অনাকাঙ্ক্ষিত ফলাফলের মুখোমুখি হতে হবে।”
বিক্ষোভ মিছিলে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ও জেলার আহ্বায়ক-সদস্য সচিব, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার সংগঠকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকি মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

