বিশেষ প্রতিনিধি
বর্তমান অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, আপনার সামনে পলিটিক্সে এনিমি আছে। আমরা যে আলাদা আলাদা পলিটিক্যাল পার্টি করছি, আমরা একটা জোট করছি, আমরা কার বিরুদ্ধে লড়ছি। কোনো সরকারের বিরুদ্ধে লড়ছি? সবাই রেগুলার বলছেন, আমরা এ সরকারকে সমর্থন করি সমর্থন করলে এতো বক্তৃতা করছেন কেনো?
তিনি বলেন, সরকারকে পুরোপুরি সমর্থন করি না- করতে পারছি না সেটা হচ্ছে বড় কথা। কারণ এই যে স্টারলিংক (স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা) চালু হয়েছে। হুলুস্থুল ব্যাপার… ৪ হাজার, ৬ হাজার টাকা যারা পারবেন দেবেন। ওটা নিয়ে কথা বলছি না। এটাও তো ঠিক স্টারলিং যে টেকনোলজি ব্যাপার করছে আপনি তো সেই টেকনোলজির কাছেও তো যেতে পারবেন না। তার মানে এটা ওদের দখলে গেছে।
মান্না বলেন, আমার দেশের মধ্যে এক্সপারটিজ নাই। আমি জানতে চাই, ওরা(স্টারলিংক) এটা চালাতে চালাতে ফুল টেকনোলজি আমাদের কি দেবে? আমাদের কি শেখাবে? আমরা নিজেরা যাতে এরকম একটা খুবই হাই ভোল্টেজ, হাই কোয়ালিটি সম্পন্ন সাইবার সিস্টেম চালাতে পারি সেরকম করে কি তারা আমাদের শেখাবে? আমি তো জানি না, আমাকে তো বলা হয়নি সরকার তো এ নিয়ে কিছু বলেনি ।
একই সঙ্গে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের জন্য ‘মানবিক করিডোর’ প্রদানে অন্তর্বর্তী সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন নাগরিক ঐক্যের প্রধান। তিনি বলেন, ড. ইউনুস একজন উপদেষ্টা সম্পর্কে বলেন না বিশেষভাবে পরিকল্পনাকারী এই বিশেষভাবে পরিকল্পনার দিকও এখন বুঝতে হবে। মানুষের মধ্যে এখন নানারকম প্রশ্ন তৈরি হচ্ছে।
রাজনীতিকে অপছন্দ করা মানুষগুলো দেশ চালাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই রকম পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে সিস্টেমের মধ্যে আসব, আমাদের যেসব প্রশ্ন আছে সেগুলোর জবাব কে দেবো এগুলো কোনো কিছু জানি না। কখন রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের রাজনীতিকে বিজয় করবে সেটা দরকার। আমরা রাজনীতিবর্জিত একটা সমাজ চাই না। আমরা জানি রাজনীতি হচ্ছে সমাজের কর্ণধার। আমরা দেখেছি, রাজনীতি সংস্কৃতি গঠন করে, রাজনীতি ক্রীড়া জগৎ নিয়ন্ত্রণ করে, রাজনীতি অর্থনীতিকে গঠন করে, রাজনীতি এজন্য গভর্নর অব দি সোসাইটি। সেই রাজনীতিকে অপছন্দ করা মানুষগুলো দেশ চালাচ্ছে এবং সেটা প্রকাশ্যে বলতে গেলে এটা আমাদের জন্যে সুখকর হতে পারে না।
এনসিপি এই সরকারের পোষ্য পলিটিক্যাল পার্টি উল্লেখ করে তিনি বলেন, এই যে এতোদিন ধরে কথাবার্তা বললেন কি দাঁড়ালো? ন্যূনতম পাওয়া গেছে? ১৬৬টা প্রশ্ন করেছিলেন ১৪৬টাতে সবগুলো দল একমত হয়েছে…পত্রিকায় লেখা হয়েছে না। তো আপনি (অন্তবর্তী সরকার) যে বলতেন বেশির ভাগই ঐক্য হওয়া দরকার। বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে। তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেনো? আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছেন কেনো?।
‘পাক্ষিক কালের দাবি’ পত্রিকার সম্পাদক বহ্ণিশিখা জামালীর সভাপতিত্বে ও পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আকবর খানের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ, বইয়ের লেখক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কবি মোহন রায়হান, সাংবাদিক মোস্তফা কামাল মজমুদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ বক্তব্য রাখেন।
বর্তমান অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, আপনার সামনে পলিটিক্সে এনিমি আছে। আমরা যে আলাদা আলাদা পলিটিক্যাল পার্টি করছি, আমরা একটা জোট করছি, আমরা কার বিরুদ্ধে লড়ছি। কোনো সরকারের বিরুদ্ধে লড়ছি? সবাই রেগুলার বলছেন, আমরা এ সরকারকে সমর্থন করি সমর্থন করলে এতো বক্তৃতা করছেন কেনো?
তিনি বলেন, সরকারকে পুরোপুরি সমর্থন করি না- করতে পারছি না সেটা হচ্ছে বড় কথা। কারণ এই যে স্টারলিংক (স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা) চালু হয়েছে। হুলুস্থুল ব্যাপার… ৪ হাজার, ৬ হাজার টাকা যারা পারবেন দেবেন। ওটা নিয়ে কথা বলছি না। এটাও তো ঠিক স্টারলিং যে টেকনোলজি ব্যাপার করছে আপনি তো সেই টেকনোলজির কাছেও তো যেতে পারবেন না। তার মানে এটা ওদের দখলে গেছে।
মান্না বলেন, আমার দেশের মধ্যে এক্সপারটিজ নাই। আমি জানতে চাই, ওরা(স্টারলিংক) এটা চালাতে চালাতে ফুল টেকনোলজি আমাদের কি দেবে? আমাদের কি শেখাবে? আমরা নিজেরা যাতে এরকম একটা খুবই হাই ভোল্টেজ, হাই কোয়ালিটি সম্পন্ন সাইবার সিস্টেম চালাতে পারি সেরকম করে কি তারা আমাদের শেখাবে? আমি তো জানি না, আমাকে তো বলা হয়নি সরকার তো এ নিয়ে কিছু বলেনি ।
একই সঙ্গে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের জন্য ‘মানবিক করিডোর’ প্রদানে অন্তর্বর্তী সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন নাগরিক ঐক্যের প্রধান। তিনি বলেন, ড. ইউনুস একজন উপদেষ্টা সম্পর্কে বলেন না বিশেষভাবে পরিকল্পনাকারী এই বিশেষভাবে পরিকল্পনার দিকও এখন বুঝতে হবে। মানুষের মধ্যে এখন নানারকম প্রশ্ন তৈরি হচ্ছে।
রাজনীতিকে অপছন্দ করা মানুষগুলো দেশ চালাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই রকম পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে সিস্টেমের মধ্যে আসব, আমাদের যেসব প্রশ্ন আছে সেগুলোর জবাব কে দেবো এগুলো কোনো কিছু জানি না। কখন রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের রাজনীতিকে বিজয় করবে সেটা দরকার। আমরা রাজনীতিবর্জিত একটা সমাজ চাই না। আমরা জানি রাজনীতি হচ্ছে সমাজের কর্ণধার। আমরা দেখেছি, রাজনীতি সংস্কৃতি গঠন করে, রাজনীতি ক্রীড়া জগৎ নিয়ন্ত্রণ করে, রাজনীতি অর্থনীতিকে গঠন করে, রাজনীতি এজন্য গভর্নর অব দি সোসাইটি। সেই রাজনীতিকে অপছন্দ করা মানুষগুলো দেশ চালাচ্ছে এবং সেটা প্রকাশ্যে বলতে গেলে এটা আমাদের জন্যে সুখকর হতে পারে না।
এনসিপি এই সরকারের পোষ্য পলিটিক্যাল পার্টি উল্লেখ করে তিনি বলেন, এই যে এতোদিন ধরে কথাবার্তা বললেন কি দাঁড়ালো? ন্যূনতম পাওয়া গেছে? ১৬৬টা প্রশ্ন করেছিলেন ১৪৬টাতে সবগুলো দল একমত হয়েছে…পত্রিকায় লেখা হয়েছে না। তো আপনি (অন্তবর্তী সরকার) যে বলতেন বেশির ভাগই ঐক্য হওয়া দরকার। বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে। তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেনো? আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছেন কেনো?।
‘পাক্ষিক কালের দাবি’ পত্রিকার সম্পাদক বহ্ণিশিখা জামালীর সভাপতিত্বে ও পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আকবর খানের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ, বইয়ের লেখক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কবি মোহন রায়হান, সাংবাদিক মোস্তফা কামাল মজমুদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বিকেল ৫টার দিকে তারা যমুনায় পৌঁছান। নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
২২ মিনিট আগেপ্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
১ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন করা উচিত।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার বিকেলে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে নেতৃত্ব আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
২ ঘণ্টা আগে