আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমাদের ঘুম হারাম হলে, আপনাদেরও হারাম হবে- ভারতের উদ্দেশে মাহফুজ

আমার দেশ অনলাইন

আমাদের ঘুম হারাম হলে, আপনাদেরও হারাম হবে- ভারতের উদ্দেশে মাহফুজ

আমাদের ঘুম হারাম হলে আপনাদেরও (ভারতের) ঘুম হারাম হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা মাহফুজ আলম।

শুক্রবার মধ্যরাতে জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির ইন্তেকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এর আগে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাদির চিকিৎসা দেখাশোনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৩২ বছর। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন