‘ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৬: ২০

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে দল যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি। রোববার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হারুন, বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মান্না বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনে বিএনপিই জিতবে। অনেকে অনেক কথা বলছে, বড় বড় সভা করছে। কিন্তু মানুষ শেষ পর্যন্ত বিএনপির দিকেই তাকিয়ে আছে।

তিনি বলেন, আমার বয়স ৭৫ বছর। হয়তো আমি ৫-১০ বছর পর বেঁচে থাকব না। এখন সুস্থ থাকলেও আমি চাই, তরুণ প্রজন্ম দায়িত্ব নিক। যদি তারা জ্ঞান ও বুদ্ধিকে গুরুত্ব দেয় এবং আন্তরিকভাবে দেশ গড়তে চায়, তাহলে তারাই পারবে এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে।

মান্না বলেন, আমাদের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। জয়নুল আবদিন ফারুকের ওপর যে নির্যাতন হয়েছিল, তা এক সময় ম্লান হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে-জুলাই-আগস্টে ২০ দিনের মধ্যে দেড় হাজার মানুষকে হত্যা করেছে- সেটি ভাষায় প্রকাশযোগ্য নয়। এ ঘটনার ঘৃণা প্রকাশ করার মতো ভাষাও আমাদের নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত