পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ বহালের আলটিমেটাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২২: ৫৬

অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট শেখ হাসিনার ইসরাইলপন্থী নীতি পরিত্যাগ করে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ বহালের আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি মিছিল পরবর্তি সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ নিষেধাজ্ঞা আরোপ করতে অন্তর্বর্তী সরকারকে দেওয়া এক মাসের আলটিমেটামের তৃতীয় সপ্তাহের বিক্ষোভকালে এ আহ্বান জানায় দলটি।

পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ পরবর্তী সমাবেশে সরকারকে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ লিখে ইসরাইল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বহালে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন।

তিনি বলেন, ভারত ও ইসরাইলের দালালি করতে শেখ হাসিনা আমাদের সবুজ পাসপোর্টকে কলঙ্কিত করে ‘এক্সেপ্ট ইসরাইল’ মুছে দিয়েছিল ও ইসরাইল থেকে অবৈধভাবে আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ কিনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল।

মোহাম্মদ শামসুদ্দিন আরও বলেন, জুলাইয়ের শহিদদের কাছে দায়বদ্ধ বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা গত ১৪ ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করতে। কিন্তু দুঃখজনকভাবে তিন সপ্তাহ পার হয়ে গেলেও আমরা সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি। এমনকি ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ এর ব্যবহার বন্ধেও সরকার ঘোষণা দেয়নি। তাই সরকারকে বলছি ১৫ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

মোহাম্মদ শামসুদ্দিন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, ট্রাম্প বার বার ফিলিস্তিনের গাজাবাসীকে দেশ ছাড়তে হুমকি দিচ্ছেন। তার এ হুমকি অবৈধ। ফিলিস্তিনবাসী গাজার ভূমিপুত্র, একমাত্র তাদেরই অধিকার আছে গাজায় বসবাস করার।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান ও কেন্দ্রীয় সদস্য তামিম আনোয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত