
স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট শেখ হাসিনার ইসরাইলপন্থী নীতি পরিত্যাগ করে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ বহালের আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি মিছিল পরবর্তি সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা।
এ নিষেধাজ্ঞা আরোপ করতে অন্তর্বর্তী সরকারকে দেওয়া এক মাসের আলটিমেটামের তৃতীয় সপ্তাহের বিক্ষোভকালে এ আহ্বান জানায় দলটি।
পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ পরবর্তী সমাবেশে সরকারকে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ লিখে ইসরাইল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বহালে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন।
তিনি বলেন, ভারত ও ইসরাইলের দালালি করতে শেখ হাসিনা আমাদের সবুজ পাসপোর্টকে কলঙ্কিত করে ‘এক্সেপ্ট ইসরাইল’ মুছে দিয়েছিল ও ইসরাইল থেকে অবৈধভাবে আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ কিনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল।
মোহাম্মদ শামসুদ্দিন আরও বলেন, জুলাইয়ের শহিদদের কাছে দায়বদ্ধ বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা গত ১৪ ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করতে। কিন্তু দুঃখজনকভাবে তিন সপ্তাহ পার হয়ে গেলেও আমরা সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি। এমনকি ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ এর ব্যবহার বন্ধেও সরকার ঘোষণা দেয়নি। তাই সরকারকে বলছি ১৫ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।
মোহাম্মদ শামসুদ্দিন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, ট্রাম্প বার বার ফিলিস্তিনের গাজাবাসীকে দেশ ছাড়তে হুমকি দিচ্ছেন। তার এ হুমকি অবৈধ। ফিলিস্তিনবাসী গাজার ভূমিপুত্র, একমাত্র তাদেরই অধিকার আছে গাজায় বসবাস করার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান ও কেন্দ্রীয় সদস্য তামিম আনোয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।

অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট শেখ হাসিনার ইসরাইলপন্থী নীতি পরিত্যাগ করে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ বহালের আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি মিছিল পরবর্তি সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা।
এ নিষেধাজ্ঞা আরোপ করতে অন্তর্বর্তী সরকারকে দেওয়া এক মাসের আলটিমেটামের তৃতীয় সপ্তাহের বিক্ষোভকালে এ আহ্বান জানায় দলটি।
পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ পরবর্তী সমাবেশে সরকারকে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ লিখে ইসরাইল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বহালে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন।
তিনি বলেন, ভারত ও ইসরাইলের দালালি করতে শেখ হাসিনা আমাদের সবুজ পাসপোর্টকে কলঙ্কিত করে ‘এক্সেপ্ট ইসরাইল’ মুছে দিয়েছিল ও ইসরাইল থেকে অবৈধভাবে আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ কিনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল।
মোহাম্মদ শামসুদ্দিন আরও বলেন, জুলাইয়ের শহিদদের কাছে দায়বদ্ধ বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা গত ১৪ ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করতে। কিন্তু দুঃখজনকভাবে তিন সপ্তাহ পার হয়ে গেলেও আমরা সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি। এমনকি ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ এর ব্যবহার বন্ধেও সরকার ঘোষণা দেয়নি। তাই সরকারকে বলছি ১৫ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।
মোহাম্মদ শামসুদ্দিন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, ট্রাম্প বার বার ফিলিস্তিনের গাজাবাসীকে দেশ ছাড়তে হুমকি দিচ্ছেন। তার এ হুমকি অবৈধ। ফিলিস্তিনবাসী গাজার ভূমিপুত্র, একমাত্র তাদেরই অধিকার আছে গাজায় বসবাস করার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান ও কেন্দ্রীয় সদস্য তামিম আনোয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাতে স্পষ্ট দিকনির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইন্টারভিউয়ে নেত্রীর মন্তব্যে দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। নেত্রীর মন্তব্যে ‘হুং
৩ ঘণ্টা আগে
মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
৫ ঘণ্টা আগে
শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, জাতীয় নির্বাচন বাতিলের ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে।
১০ ঘণ্টা আগে