আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণঅধিকারে যোগ দিলেন মেঘনা আলম, নির্বাচন করবেন যে আসনে

স্টাফ রিপোর্টার

গণঅধিকারে যোগ দিলেন মেঘনা আলম, নির্বাচন করবেন যে আসনে
মডেল মেঘনা আলম

গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি। রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেন মেঘনা।

ফেসবুকে মেঘনা আলম তার নির্বাচনি পরিকল্পনা সম্পর্কে বলেন, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, এলাকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সিসিটিভি ব্যবস্থা চালু করবেন এবং যাতে রাস্তা পারাপারে বা চলাফেরার সময় কোনো নারী শারীরিক হেনস্তার শিকার না হন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন