জেলা প্রতিনিধি, নরসিংদী
সংস্কার স্থির নয় এটি একটি চলমান প্রক্রিয়া তাই দ্রুত নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান।
শনিবার বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক দলের আয়োজনে এক শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নরসিংদীর পলাশসহ সারাদেশে বিগত সরকারের সময়ে শিল্পখাতে দুর্নীতি, লুটপাট এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানাবিধ বিষয় তুলে ধরে তিনি আরো বলেন, যেমন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষ আস্থা স্থাপন করেছে, ঠিক একইভাবে এই সরকারের বাংলাদেশের মানুষের আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এসময়, জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি৷
এছাড়া, দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বলেও উল্লেখ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন,অন্তর্বর্তী সরকার কোনোদিন স্থির নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা ১৮ কোটি মানুষ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা স্থাপন করেছেন। ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
ড. আবদুল মঈন খান আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ সব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে। এই অন্তর্বর্তী সরকার গঠন করার দুই বছর আগেই বিএনপি এই সংস্কারের কথা বলেছে। ২০২২ সালের ১৯ ডিসেম্বর আমাদের পক্ষ থেকে জাতির কাছে ২৬ দফা সংস্কারের কথা তুলে ছিলাম।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। আমরা এই সংস্কারে দাবি সেই সময়ে তুললেও কেউ কিন্তু এই দাবি তোলার সাহস পায়নি। পরবর্তীতে ২০২৩ সালের জুলাই মাসে অর্থাৎ ৫ আগস্টের যে বিপ্লব তার এক বছরের বেশি সময় আগে বিএনপি ও সমমনা গণতান্ত্রিক দল নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ৩১ দফা সংস্কার দাবি জাতির সামনে তুলে ধরে ছিলাম। বিএনপি সংস্কার করেছে বিএনপি সংস্কার করবে। তাই এই সংস্কারের দোহাই দিয়ে এই অন্তবর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয় এই সংস্কার চলমান প্রক্রিয়া।
পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলামিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লাসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এমএস
সংস্কার স্থির নয় এটি একটি চলমান প্রক্রিয়া তাই দ্রুত নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান।
শনিবার বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক দলের আয়োজনে এক শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নরসিংদীর পলাশসহ সারাদেশে বিগত সরকারের সময়ে শিল্পখাতে দুর্নীতি, লুটপাট এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানাবিধ বিষয় তুলে ধরে তিনি আরো বলেন, যেমন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষ আস্থা স্থাপন করেছে, ঠিক একইভাবে এই সরকারের বাংলাদেশের মানুষের আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এসময়, জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি৷
এছাড়া, দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বলেও উল্লেখ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন,অন্তর্বর্তী সরকার কোনোদিন স্থির নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা ১৮ কোটি মানুষ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা স্থাপন করেছেন। ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
ড. আবদুল মঈন খান আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ সব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে। এই অন্তর্বর্তী সরকার গঠন করার দুই বছর আগেই বিএনপি এই সংস্কারের কথা বলেছে। ২০২২ সালের ১৯ ডিসেম্বর আমাদের পক্ষ থেকে জাতির কাছে ২৬ দফা সংস্কারের কথা তুলে ছিলাম।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। আমরা এই সংস্কারে দাবি সেই সময়ে তুললেও কেউ কিন্তু এই দাবি তোলার সাহস পায়নি। পরবর্তীতে ২০২৩ সালের জুলাই মাসে অর্থাৎ ৫ আগস্টের যে বিপ্লব তার এক বছরের বেশি সময় আগে বিএনপি ও সমমনা গণতান্ত্রিক দল নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ৩১ দফা সংস্কার দাবি জাতির সামনে তুলে ধরে ছিলাম। বিএনপি সংস্কার করেছে বিএনপি সংস্কার করবে। তাই এই সংস্কারের দোহাই দিয়ে এই অন্তবর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয় এই সংস্কার চলমান প্রক্রিয়া।
পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলামিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লাসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এমএস
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১১ মিনিট আগেএর আগে বিকেল ৫টার দিকে তারা যমুনায় পৌঁছান। নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
৩৬ মিনিট আগেপ্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
১ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন করা উচিত।
২ ঘণ্টা আগে