
স্টাফ রিপোর্টার

নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ একাত্মতা প্রকাশ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা এ দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। তাদের ওপর কোনো ধরনের হামলা হলে এনসিপি বসে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গণভোট বাংলাদেশে হতেই হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ দেশের বড় একটা অংশ গণভোট চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুঁটি। খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। কিন্তু এখন যারা রয়েছেন, তারা যদি জনগণের পালস ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আমাদের কী করার আছে?
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে। গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারো দাবিই পূরণ করতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে, এটা সরকারের জন্য লজ্জার। সরকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সব দল মাঠে থাকবে। তবে আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।

নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ একাত্মতা প্রকাশ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা এ দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। তাদের ওপর কোনো ধরনের হামলা হলে এনসিপি বসে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গণভোট বাংলাদেশে হতেই হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ দেশের বড় একটা অংশ গণভোট চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুঁটি। খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। কিন্তু এখন যারা রয়েছেন, তারা যদি জনগণের পালস ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আমাদের কী করার আছে?
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে। গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারো দাবিই পূরণ করতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে, এটা সরকারের জন্য লজ্জার। সরকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সব দল মাঠে থাকবে। তবে আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।

‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যায় জার্মান দূতাবাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। জার্মানীর নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ ও ইভানা লোৎজ-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা,
২৭ মিনিট আগে
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নতুন বাংলাদেশের অভিযাত্রাকে ব্যহত করতে ফ্যাসিবাদিরা আবার নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। জনগণ পতিত ফ্যাসিবাদ পুনর্বাসনের আর কোন সুযোগ দেবে না।
৩৮ মিনিট আগে
তাসনিম জারা বলেন, এই স্বাস্থ্য ব্যবস্থার এখন যে বর্তমান পরিস্থিতি, সেটার অনেকটাই প্রভাব আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন, যেভাবে স্বাস্থ্যব্যবস্থা পরিচালিত হয়েছে, যে দুর্নীতি, অর্থায়ন চলেছে সেটার ফল। এই জায়গাটাতে আমাদের আর ফেরত যাওয়া যাবে না। আমাদের একদম সবকিছু আমূল পরিবর্তন আনতে হবে।
১ ঘণ্টা আগে
শিবির সভাপতি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে। কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে “নোট অব ডিসেন্ট” দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখ
১ ঘণ্টা আগে