ডিআরইউতে নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগকে ঠেকাতে হাসনাত আবদুল্লাহই যথেষ্ট

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৯: ১৮
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৯: ৪৪

আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আগামীকালের (১৩ নভেম্বর) ‘লকডাউন’ ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামীকাল সব দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি বলেন, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। গণভোট বাংলাদেশে হতেই হবে। বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ, গণভোট দেশের বড় একটা অংশ চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুঁটি।

গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। এই কারণে বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখন যারা রয়েছেন, তারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলে আমাদের করার কী আছে?

এ সময় অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে- এমন মন্তব্যও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, গত ১ বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারো দাবিই পূরণ করতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে- এটা সরকারের জন্য লজ্জার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত