আগামী ৩ জানুয়ারি রাজধানীতে বড় সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, আইনশৃংখলা নিয়ন্ত্রণের দাবিসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক আহবান জানাতে এই মহাসমাবেশ করবে দলটি।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ৩ জানুয়ারি আমরা নির্বাচনি আচরণবিধি রক্ষা করেই সমাবেশ করতে চাই। রাজধানীর মানিকমিয়া এভিনিউ অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করার জন্য এরইমধ্যে বিভাগীয় কমিশনার এবং নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, আমাদের প্রধান টার্গেট মানিকমিয়া এভিনিউয়ে সমাবেশ করা। সেখানে না হলেও তা সোহরাওয়ার্দী উদ্যানে করা হবে।
এর আগে সম্প্রতি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি দলটি।
সূত্রমতে, সমাবেশ সফল করতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির অধীন বেশ কয়েকটি সাব-কমিটিও গঠন করা হয়েছে। এরইমধ্যে কমিটিগুলো বৈঠক সহ তাদের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

