জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। কিন্তু প্রাথমিক তালিকায় নেই সেই রিকশা চালকের নাম নেই।
সুজন ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) আসনে এনসিপি থেকে লড়াই করার জন্য ২০ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে এনসিপি এই আসনটি ফাঁকা রেখেছে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের ১২৫ জনের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন। বুধবার বেলা ১১টার দিকে প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

