হোমনার সঙ্গে মেঘনাকে কুমিল্লা-২ আসনে রাখার দাবি নাগরিক সমাজের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৮: ২৪

হোমনার সঙ্গে মেঘনাকে কুমিল্লা দুই সংসদীয় আসনে রাখার দাবি জানিয়েছে হোমনা-মেঘনা সংসদীয় নাগরিক সমাজ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ দাবি জানায় সংগঠনটি।

ওই সংসদীয় আসনে বিএনপির প্রার্থীতাপ্রত্যাশী ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়াঁ বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী পেতাত্মারা এই ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচনি টেকনিক্যাল কমিটিতে আওয়ামী পেতাত্মারা রয়েছে। তারাই এই কাজ করছে। হোমনা মেঘনা ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৭০ এর নির্বাচনসহ ২০০৮ সাল পর্যন্ত সকল নির্বাচনে মেঘনা হোমনার সাথে সংযুক্ত ছিল। সুতরাং আমরা চাই হোমনার সাথে মেঘনাকে কুমিল্লা দুই সংসদীয় আসনে যুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে হোমনা-মেঘনা সংসদীয় আসন সংরক্ষণ কমিটির সদস্য সচিব ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল বলেন, ১৯৫৪ সাল থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত প্রতিটা নির্বাচনে মেঘনা ছিল হোমনা উপজেলার সাথে।

১৯৯৮ সালে প্রশাসনিক কার্যক্রম বৃদ্ধি ও নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য হোমনা উপজেলা থেকে ৪ টি ইউনিয়ন এবং দাউদকান্দি উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে বর্তমান মেঘনা উপজেলা গঠিত হয়। উপজেলা গঠনের পরও মেঘনা উপজেলার প্রশাসনিক কাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের সার্কেল অফিস পর্যন্ত হোমনা-মেঘনা উপজেলার সমন্বয়ে গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, দাউদকান্দি উপজেলার সাথে মেঘনা উপজেলার সরাসরি সড়ক, নৌ বা কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা নেই। মেঘনার সাথে দাউদকান্দির যোগাযোগের জন্য হোমনা উপজেলা দিয়ে ঘুরে অথবা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। ফলে মেঘনা উপজেলার সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়।

দেড় দশকের বেশি সময় ধরে মেঘনার মানুষ রাজনৈতিক ও প্রশাসনিক অবহেলার মধ্যে ছিল। তৎকালীন কমিশন কয়েকজন নেতাকে বিশেষ সুবিধা দেওয়ার এরূপ অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে হেমনা-মেঘনা উপজেলার অঞ্চলের সর্বস্তরের জনগণ চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ হয়।

পরবর্তীতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ সাধারণ জনগণ সীমানা পরিবর্তনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন-২০২১ এর ৬(২) ধারার আলোকে অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও জনগণের যাতায়াত ও সামাজিক বন্ধনের বিষয় বিবেচনা করে বিগত ০১/০৬/২৩ পুনরায় হোমনা-মেঘনা সমন্বয়ে কুমিল্লা ২ সংসদীয় আসন গঠিত হয় এবং ২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাইফুল ইসলাম উজ্জ্বল আরও বলেন, নির্বাচন কমিশন যদি উক্ত বাস্তব অবস্থা বিবেচনায় না নিয়ে মেঘনাকে দাউদকান্দি উপজেলার সাথে যুক্ত করে সংসদীয় তালিকা প্রকাশ করে তাহলে সংসদীয় সিমানা নির্ধারণ আইন ২০২১ এর ৬(২) এর লঙ্ঘন হবে। সুতরাং আমরা হোমনা-মেঘনার সাধারণ জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দাউদকান্দি নয় হোমনার সাথে মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা ২ সংসদীয় আসনের সীমানা বহাল রাখার জোরালো দাবি জানাচ্ছি।

হোমনা-মেঘনা সংসদীয় আসন সংরক্ষণ কমিটির এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি, হেফাজত ইসলাম, খেলাফত মজলিশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত