আন্দোলন চালানোর ঘোষণা, শিগগিরই কর্মসূচি

স্টাফ রিপোর্টার

জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তে যে সংকট ও সংশয় সৃষ্টি হয়েছে, তা নিরসনে সরকারের কাছে ব্যাখ্যা দেয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল। একইসঙ্গে পাঁচ দফা দাবির আংশিক পূরণ হলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোটের নেতারা। এ বিষয়ে ৮ দলের লিয়াঁজো কমিটি বৈঠক করে সময়মত কর্মসূচি ঘোষণা করবে বলেও জানানো হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষ যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা জানান।
তিনি বলেন, আমাদের দাবির একটি অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির বিষয় আমরা ইতিবাচকভাবে দেখছি। এজন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের সিদ্ধান্তে জাতির মধ্যে যে সংকট ও সংশয় দেখা দিয়েছে, তা সরকারকে দূর করতে হবে। এছাড়া প্রশাসনে রদবদলের ক্ষেত্রে একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন শলা পরামর্শ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে এ অবস্থান থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এটা সরকারের ব্যাপার। আইন তার নিজস্ব গতিতে চলবে। বর্তমান সরকারের সময়ে বিচার কাজ নিরপেক্ষভাবে চলছে এবং ট্রাইব্যুনালের চলমান বিচারের প্রতি জাতির আস্থা আছে বলে জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, রায় ঘিরে ফ্যাসিবাদী নাশকতার বিরুদ্ধে আগে যেভাবে আমরা মাঠে ছিলাম, এবারও ৮ দল সেভাবেই মাঠে থাকবে। আমরা ফ্যাসিবাদের নাশকতার কোনো সুযোগ দেব না।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সহ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পাটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তে যে সংকট ও সংশয় সৃষ্টি হয়েছে, তা নিরসনে সরকারের কাছে ব্যাখ্যা দেয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল। একইসঙ্গে পাঁচ দফা দাবির আংশিক পূরণ হলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোটের নেতারা। এ বিষয়ে ৮ দলের লিয়াঁজো কমিটি বৈঠক করে সময়মত কর্মসূচি ঘোষণা করবে বলেও জানানো হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষ যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা জানান।
তিনি বলেন, আমাদের দাবির একটি অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির বিষয় আমরা ইতিবাচকভাবে দেখছি। এজন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের সিদ্ধান্তে জাতির মধ্যে যে সংকট ও সংশয় দেখা দিয়েছে, তা সরকারকে দূর করতে হবে। এছাড়া প্রশাসনে রদবদলের ক্ষেত্রে একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন শলা পরামর্শ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে এ অবস্থান থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এটা সরকারের ব্যাপার। আইন তার নিজস্ব গতিতে চলবে। বর্তমান সরকারের সময়ে বিচার কাজ নিরপেক্ষভাবে চলছে এবং ট্রাইব্যুনালের চলমান বিচারের প্রতি জাতির আস্থা আছে বলে জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, রায় ঘিরে ফ্যাসিবাদী নাশকতার বিরুদ্ধে আগে যেভাবে আমরা মাঠে ছিলাম, এবারও ৮ দল সেভাবেই মাঠে থাকবে। আমরা ফ্যাসিবাদের নাশকতার কোনো সুযোগ দেব না।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সহ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পাটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে যাবে। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা আর অগ্রযাত্রা দেখে সন্ত্রাসী-চাঁদাবাজরা এখন নানারকম অপপ্রচার চালাচ্ছে।
২৪ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সব সময় প্রেরণার উৎস ও পথপ্রদর্শক হয়ে থাকবেন।
১ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সোমবার রায়ের দিন জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাঙ্গনে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা-১৬ আসনে দলটির এমপিপ্রার্থী আমিনুল হক।
২ ঘণ্টা আগে