আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

স্টাফ রিপোর্টার

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত।

বুধবার সন্ধ্যা ৬টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম ও রবিউল হাসান।

বৈঠকে নির্বাচনের কেমন পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়ে আলোচনা হয়। এ সময় তারা গণঅধিকার পরিষদের নির্বাচনি ইশতেহার কি, জনগণ কেন গণঅধিকার পরিষদকে নির্বাচন ভোট দিবে, গণঅধিকার পরিষদ প্রার্থীরা জনগণকে কি মেসেজ দিচ্ছে এসব জানতে চাওয়া হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, নির্বাচনে সকল দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা সেসব বিষয়েও জানতে চাওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...