আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা বিকেলে, থাকছে যারা

স্টাফ রিপোর্টার

এনসিপির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা বিকেলে, থাকছে যারা

এনসিপির নেতৃত্বে আজ বিকেলে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসছে। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহী তিন দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই জোটে যুক্ত হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই রাজনৈতিক ও নির্বাচনি ঐক্যজোটের ঘোষণা দেওয়া হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ুমসহ তিন দলের সিনিয়র নেতারা।

আপ বাংলাদেশ ও গণঅধিকার পরিষদকে জোটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তাদের বাদ দিয়েই জোট ঘোষণা হতে যাচ্ছে।

দুপুরে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহীদের নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন