আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংস্কারের জন্য জনগণকে ‘হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার

সংস্কারের জন্য জনগণকে ‘হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সংস্কারের পক্ষে, এবং হ্যাঁ ভোটের পক্ষে। দেশবাসীকেও আহবান জানাই, যে দলকেই ভোট দেন না কেন, সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিবেন।

সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনি সমঝোতা ও প্রস্তুতি আসন্ন জাতীয় নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে ডা. শফিকুর রহমান জানান, আগামী কাল-পরশুর মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। তিনি বলেন, আমরা সবার সাথে বসে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাবো এবং সাংবাদিকদের তা জানানো হবে।”

ইইউ প্রতিনিধিদের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, তারা নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জানতে চেয়েছেন।

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা ও সংস্কারের শর্ত জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে দেশ কোনো টেকসই ও স্থিতিশীল সমাজ পায়নি। নির্বাচনের পর দেশের স্থিতিশীলতার স্বার্থে সব দলকে নিয়ে বসার আগ্রহ প্রকাশ করে তিনি তিনটি প্রধান শর্ত দেন। প্রথম শর্ত, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন। দ্বিতীয় শর্ত, সবার জন্য সমান ও স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা। তৃতীয় শর্ত, সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়ন।

পররাষ্ট্রনীতি ও জনসমর্থন পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, জামায়াত কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় না, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। বিশেষ করে যুবসমাজ ও নারীদের নিরাপত্তার বিষয়ে দলটির বিশেষ মনোযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জনগণ নিরাপদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমাদের শতভাগ আস্থা আছে।”

নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে তিনি জানান, এবার ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রায় ২০০ প্রতিনিধি জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে কাজ করবেন।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন যে, প্রশাসন এবার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, অন্যথায় তাদের সঠিক পথে আসতে বাধ্য করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...