আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মীদের ভিড়

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মীদের ভিড়

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা, নাটোর, ঝালকাঠি, ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা কবর জিয়ারতে আসছেন।

বিজ্ঞাপন
খালেদা-জিয়া-1

শুক্রবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য ও ডাকসুর ভিপি আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীরা, নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলিসহ দেশের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নেতৃত্বে কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।

খালেদা-জিয়া-2

অপরদিকে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে জনপ্রিয় এই নেত্রীর কবর জিয়ারত করতে আসছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হওয়া বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় জমে জিয়া উদ্যানের সমাধিস্থলে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করেই মানুষ কবর জিয়ারতে অংশ নিচ্ছেন।

খালেদা-জিয়া-3

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন