লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হবে তামাশার: মাসুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ২২: ৪৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী-২ আসনের প্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া নির্বাচন হবে তামাশার।

প্রশাসনে দলীয়করণের ফলে নির্বাচনে সব দল ও প্রত্যেক প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন, এখনই বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের বাঁধা প্রদান করা হচ্ছে। সভা-সমাবেশে হামলা চালিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের দলীয়করণের ফলে আবারও হাসিনা মার্কা প্রহসনের নির্বাচন হবে।

বিজ্ঞাপন

শুক্রবার জামায়াতে ইসলামী বাউফল উপজেলার ঢাকাস্থ কালীশুরী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকাস্থ বাউফল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এসএম রুহুল আমীনের সভাপতিত্বে রাজধানীর পুরানা পল্টন সিটি অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায়। তবে তার আগে জুলাই সনদের আদেশ জারি করে গণভোট সম্পন্ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের উত্থাপিত পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। এই পাঁচ দফা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরির জাতীয় দাবি।

তিনি নতুন বাংলাদেশে বিনির্মাণে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি বাউফল বাসীর প্রতি আহ্বান জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত