আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না: ইশরাক

আমার দেশ অনলাইন

স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না: ইশরাক

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না। তাদের ছাড় দিয়েই তো জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ঢাকা-১৭ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী বলেছেন, তারা নাকি সবাইকে সাইজ করে দেবে। তারা যদি খেলা শুরু করতে চায়। আমরাও ছাড় দেব না।

রোববার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জামায়াতকে উদ্দেশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তারেক রহমানকে টার্গেট করে তারা প্রচারণা চালিয়ে গেছে। মিটফোর্ডের যুবদল নেতার হত্যাকে কেন্দ্র করে আমাকে ও তারেক রহমানকে জড়িয়ে তারা তাদের সেল থেকে গুজব ছড়িয়েছে।

গণ-অভ্যুত্থানের পর এটা আমরা আশা করিনি। সহাবস্থান আশা করছিলাম। তারা যেহেতু আমাদের সম্মানহানি করেছে। এ জন্য আমরাও তাদের একাত্তরের যে ভূমিকা সেটা বলতে বাধ্য হয়েছি।

তিনি আরো বলেন, তারা (জামায়াত) কিন্তু ফজরের পর ব্যানার ধরে একটা মিছিল করে ঘরে চলে যেত।২০১৮ পর থেকে নিয়মিত রাজনীতিতে ছিলাম। তাদের তেমন কোথাও কোনো সরব ভূমিকা দেখতে পায়নি। ভারতপন্থি যে আওয়ামী লীগ ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু সব সময় লড়াই চালিয়ে গেছি।

আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে জামায়াতে ইসলামী।

তারা বেঈমানি করেছে বলেই বড় একটি ইসলামী দল তাদের জোট থেকে বের হয়ে গেছে। তারা মদিনা সনদ অনুযায়ী চলে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন