আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন

স্টাফ রিপোর্টার

শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন

আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনের নির্বাচনি প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

রোববার রাজধানীর বনানীতে ঢাকা ১৭ আসনের নির্বাচনে প্রচারণা প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাথে একমত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, একটাই কথা—আপনাদেরকে কাজটা করতে হবে। যে দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারলেই আমরা আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচিত করতে পারবো।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এসময় ঢাকা–১৭ আসনের নির্বাচনি প্রচার জোরদার করতে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, সহ তথ্য বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, নুর আফরোজ জ্যোতি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...