আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেবে বিএন‌পি: মঈন খান

স্টাফ রিপোর্টার

কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেবে বিএন‌পি: মঈন খান

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার গঠনের সুযোগ দিলে প্রবাসে কর্মী পাঠানোর আগে তাদের কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করব।

বিজ্ঞাপন

তি‌নি বলেন, প্রবাসীদের শুধু কারিগরি দক্ষতা নয়, বরং মানসিকভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মঙ্গলবার গ্লোবাল বাংলাদেশি এক্সপেট্রিয়েটস সামিট-২০২৬-এর উদ্যোগে ‘প্রবাসীদের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আব্দুল মঈন খান বলেন, প্রবাসীরা অর্থ পাঠায় পরিবারের কাছে। এটা তারা পারিবারিকভাবে খরচ করে, কোনো বিনিয়োগে ব্যবহার করে না। রাষ্ট্র এসব অর্থ বিনিয়োগে ব্যবহার করে তাদের অংশ দিতে পারে। এ ধরনের কাজ করতে পারলে বিদেশিদের কাছে হাত পাততে হবে না।

মঈন খান বলেন, প্রবাসীরা দেশে ফিরে এসে বেশ কয়েক বছর ভালোভাবে জীবনযাপন করে, পরে নিঃস্ব হয়ে যায়। প্রবাসীদের অর্থগুলো বৈদেশিক আমদানি, শিল্প-কারখানা তৈরি ও অন্যান্য বিনিয়োগে ব্যবহার করে তাদের অংশ দিতে হবে।

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এই সদস্য বলেন, ব্যবসায়ীদের আবেদনে এলডিসি গ্র্যাজুয়েট থেকে সরে এলে দেশের উন্নয়ন বিলম্বিত হবে।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সংগঠনের উপদেষ্টা শামসুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ সময় আরো মধ্যে বক্তব্য দেন— আবদুল জলিল খান, মজিবুর রহমান, বুয়েটের অধ্যাপক মো. ইকবাল হাসান, মোকলেছুর রহমান, কায়সার আহমেদ, ফিরোজ মোল্লা, জাহিদ মোমিন চৌধুরী, শাহ মো. সাইফুর রহমান, সাংবাদিক এ কে এম মোহসীন, মাহবুবউদ্দিন চৌধুরী প্রমুখ।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, রেমিট্যান্স-যোদ্ধারা কোনোভাবেই যেন প্রতারিত বা শোষণের শিকার না হয়, সেদিকে সরকারের দৃষ্টি দিতে হবে। তারা বলেন, বাংলাদেশের অফিস-আদালত বা দূতাবাসগুলোতে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ, প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা এবং দেশের ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে হবে।

আলোচনায় প্রবাসীদের জন্য কার্যকর ও বাস্তবসম্মত ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু, দেশে ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের সম্পদ ও অধিকার সুরক্ষা এবং প্রবাসী ইস্যুতে দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া প্রবাসীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে সংরক্ষিত আসনের দাবিও উত্থাপিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...