বর্ষসেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। তার এই আনন্দে উদ্বেলিত তার পিএসজি সতীর্থরাও। কিন্তু বিশেষ এই রাতে খুশির সঙ্গে হতাশও হতে হয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটিকে। কেননা হজম করেছে মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ।
ফরাসি লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার মিশনে প্রথম চার ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল। গত সোমবার রাতে মার্সেইয়ের কাছে ১-০ গোলে হার মেনেছে লুইস এনরিকের দল। মার্সেইয়ের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই গোল হজম করে পিএসজি।
মাথা ছুঁয়ে জয়সূচক গোলটি করেন মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগার্ড। এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে চার জয়ে ১২ পয়েন্টের পুঁজি নিয়ে পিএসজি রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে মোনাকো। তিনে থাকা অলিম্পিক লিওঁর পুঁজিও তাদের সমান পয়েন্ট।

