সিলেটে নেদারল্যান্ডস ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৭: ৩৯

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় পা রাখে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এরপর আরেকটি ফ্লাইটে দুপুর ১টা ২০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডাচরা।

সফরে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নেদারল্যান্ডস। সিরিজ শুরুর আগে দুইদিন সিলেটে অনুশীলন করবে অতিথিরা। প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বিজ্ঞাপন

আগেই স্কোয়াড ঘোষণা করলেও সফরের আগমুহূর্তে তিনটি পরিবর্তন আনে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। দলে নতুনভাবে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটার সেড্রিক ডি ল্যাঞ্জে, পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

বাংলাদেশ দলও ইতোমধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে। লিটন দাসের নেতৃত্বে ঘোষিত দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদসহ বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোস, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্র্যাট, টিম প্রিংগল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত