আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিএসএলে কোন ভূমিকায় আর্থারকে পাচ্ছে রংপুর?

স্পোর্টস রিপোর্টার
জিএসএলে কোন ভূমিকায় আর্থারকে পাচ্ছে রংপুর?

মিকি আর্থারের কোচিংয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) সবশেষ আসরের শিরোপা জেতে রংপুর রাইডার্স। কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে ডার্বিশায়ারের কোচিং করানোর কারণে আসন্ন জিএসএলে ডাগআউটে আর্থারকে পাচ্ছে না ফ্রাঞ্চাইজিটি। অন্য ভূমিকায় নুরুল হাসান সোহানের দলের সঙ্গে থাকবেন আর্থার।

গায়ানায় আগামী ১০ জুলাই পর্দা উঠবে জিএসএলের এবারের আসরের। আর্থার উপস্থিত থাকতে না পারায় এবারের আসরে রংপুরের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রেগ স্মিথকে। সরাসরি উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে রংপুরের সঙ্গে থাকবেন আর্থার। সুদূর ইংল্যান্ড থেকে অনলাইনে রংপুরকে কৌশলগত দিকনির্দেশনা দিয়ে যাবেন তিনি। এমনটাই জানিয়েছেন ফ্রাঞ্চাইজিটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

বিজ্ঞাপন

এ বিষয়ে তানিম বলেন, ‘ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ চলছে। সেখানে ব্যস্ত থাকার কারণে জিএসএলে আর্থার আমাদের সঙ্গে থাকতে পারবে না। আমাদের প্রধান কোচ হিসেবে থাকবেন গ্রেগ স্মিথ। তার ওপর আর্থারের পুরোপুরি আস্থা আছে। সে দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং সব ধরনের পরামর্শ দেবেন। স্মিথ আর্থারের নির্দেশনায় মাঠে দলকে নেতৃত্ব দেবেন। আর্থারের দক্ষতার ওপর আমাদের আস্থা আছে। তার পরামর্শ নিয়ে আমরা দল তৈরি করেছি।’

জিএসএলের আসন্ন আসরের জন্য রংপুরের স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, কাইল মায়ার্স, তাবরাইস শামসি, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি, সাইফ হাসান, রাকিবুল হাসান, খাজা নাফে, আকিফ জাভেদ, হারমিত সিং, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন