এশিয়ান কাপ বাছাই

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ড্র

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০: ০৯

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে ম্যাচে ১-১ সমতায় ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৭৫তম মিনিটে লাল কার্ড দেখেন হংকং চায়নার ডিফেন্ডার অলিভার গারবিগ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৩ মিনিটে গোল করে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। তাতেই ম্যাচ ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

প্রথম লেগে ঘরের মাঠে হংকং চায়নার কাছে ৪-৩ ব্যবধানে হারে বাংলাদেশ। হামজা চৌধুরী-শামিত সোমদের নিয়ে প্রথম লেগ হারে তৈরি হয়েছিল আলোচনা। সেই হারের ক্ষত ভোলাতে হংকং চায়নার মাঠে দ্বিতীয় লেগে মাঠে নামে। জয়ের লক্ষ্যে মাঠে নামলেও জয় পাওয়া হয়নি। ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে।

ম্যাচের ৩৬তম মিনিটে ডি বক্সে হলুদ কার্ড দেখেন বাংলাদেশি ডিফেন্ডার তারিক কাজী। তাতে পেনাল্টি পায় স্বাগতিক হংকং চায়না। ওই পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ম্যাথিউ ওর। এরপর বেশ কয়েকবার সমতায় ফেরার চেষ্টা করেছে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত সেই সাফল্য কোনভাবেই আসছিল না।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৩ মিনিটে সেই ডেডলক ভাঙেন রাকিব হোসেন। ফাহিমের ক্রস থেকে ফাহমিদুলের দারুণ হেড থেকে পাওয়া বল জালে জড়ান রাকিব। তাতেই সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ সমতায় ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত