না থেকেও পর্তুগালের স্কোয়াডে আছেন জতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২: ৪৪
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১২: ৪৯

প্রায় ২ মাস আগে সড়ক স্পেনে দূর্ঘটনায় নিহত হন দিয়োগো জতা। বেঁচে না থাকলেও পর্তুগাল দলের অংশ হয়েই আছেন প্রয়াত এই ফরোয়ার্ড। তাকে স্মরণ করেছেন দলটির প্রধান কোচ রবার্তো মার্টিনেজ।

এই ফরোয়ার্ডের মৃত্যুর পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে না থাকলেও জতার উপস্থিতি ঠিকই অনুভব করছেন মার্টিনেজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জতা চলে যাওয়ার পর জাতীয় দলে এটা আমাদের প্রথম ক্যাম্প। সে এই দলটাতে দারুণ প্রভাব রেখেছিল। ওর স্মৃতিতে আমরা প্রতিদিনই সম্মান রাখতে চাই। সে সব সময়ই আমাদের সঙ্গে থাকবে। তাকে আমরা প্রেরণা হিসেবে মনে করব। বিশ্বকাপ বাছাইয়ের ২ ম্যাচের জন্য আমাদের স্কোয়াডের সদস্য সংখ্যা আসলে ২৩ প্লাস। ওই একজন জতা।’

মার্টিনেজ আরো বলেন, ‘জতার অনুপস্থিতি আমাদের জন্য একতা, দায়িত্ব ও প্রেরণার প্রতীক হয়ে থাকবে। সে পর্তুগালের হয়ে বিশ্বকাপ জিততে চেয়েছিল। তাই আমরা বিশ্বকাপের জন্য লড়াই করে যাব। তার স্বপ্ন পূরণের জন্য যথা সম্ভভ চেষ্টা করে যাব। জতার ২১ নম্বর জার্সি পরবেন রুবেন নাভাস। অর্থাৎ জতার জার্সি আমাদের সঙ্গেই থাকছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত