আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিকেএসপিতে আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

বিকেএসপিতে আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ

পঞ্চম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ শুরু হয়েছে বৃহস্পতিবার। সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন।

বিজ্ঞাপন


ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় পাঁচটি বিশ্ববিদ্যালয় দল, একটি একাডেমি দল, একটি জেলা পর্যায়ের দল ও বিকেএসপির দুটি দলসহ মোট ৯টি দল অংশ নিচ্ছে। প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে বিকেএসপিতে স্বাগত জানান এবং টুর্নামেন্টের সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী দিনে বিকেএসপি ‘এ’ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৬৬-২৬ পয়েন্টে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিকে ৭০-৭১ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।


প্রতিযোগিতার অন্যান্য দলগুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ক্রীড়া সংস্থা ও বিকেএসপি ‘বি’ দল। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২১ অক্টোবর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন