ইয়েমেনের বিপক্ষে জয় চায় যুব দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ০০

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন। ভিয়েতনামের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে দুদলের ম্যাচটি। বাছাই পর্বে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছে তারা।

বিজ্ঞাপন

তাই আজ ইয়েমেনকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করার লক্ষ্য মিশনে নেমেছে কোচ সাইফুল বারীর দল।

লক্ষ্যে অটুট থাকার জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ মনে করেই ইয়েমেনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। অধিনায়ক শেখ মোরসালিন বলেছেন, ‘যেভাবেই হোক আমাদের জিততে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত