সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

অর্পিতাদের স্বপ্ন ভেঙে ভারত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২২: ১৫
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ২২: ১৬

জিততে না পারলে শিরোপার রেস থেকে ছিটকে যেতে হবে। এমন সমীকরণ সামনে রেখে ভুটানের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। দুদলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এতে ভুটানে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। অর্পিতা দাসদের স্বপ্ন ভেঙে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে ভারত। তারা ৫-০ গোলে হারিয়েছে নেপালকে। ফলে পাঁচ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাই বাংলাদেশের বিপক্ষে ভারতের শেষ ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। যদি নেপালের কাছে হেরে যেত বা ড্র করতো ভারত, তাহলে বেঁচে থাকতো বাংলাদেশের আশা।

বিজ্ঞাপন


চার দলের সাফ টুর্নামেন্টের খেলা হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলছে। প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলবে। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দল ভারত চ্যাম্পিয়ন হয়েছে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলার শুরুতেই গোল পায় বাংলাদেশ। ৬ মিনিটে পূর্ণিমা মারমা গোল করে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন। মধ্য মাঠ থেকে আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে লম্বা শটে গোল করেন পূর্ণিমা। তবে ১-০ গোলের লিড ধরে রেখে প্রথমার্ধের খেলা শেষে বিরতিতে যেতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে রক্ষণভাগের ভুলে গোল হজম করে বসে তারা। সতীর্থ লম্বা পাস থেকে বল পেয়ে ভুটানের চার্টেন জাংমো গোল করেন। দ্বিতীয়ার্ধে গোলের আশায় খেলতে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেনি অর্পিতা বিশ্বাসরা। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সৌরভী আকন্দ বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তার মতো ব্যর্থ ছিলেন অন্যরাও। ফলে ১-১ গোলের হতাশাজনক ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নারী দলকে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত