নেইমার কি বিশ্বকাপে খেলতে পারবেন? ফুটবল মহাযজ্ঞ মাঠে গড়ানোর আগে এ সুপারস্টার ফিট হতে পারবেন তো? কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় নেইমার থাকবেন, নাকি ছিটকে যাবেন? নানা প্রশ্ন এখন উড়ে বেড়াচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের মনের আকাশে। নেইমার এতটাই চোটপ্রবণ যে, তাকে নিয়ে নিশ্চিত করে কিছু বলাটাও কঠিন। তবে আনচেলত্তি বলে রেখেছেন, ফিট হতে পারলে নেইমার জায়গা পাবেন ব্রাজিলের বিশ্বমঞ্চের মিশনে।
তবে তার আগে মাঠের লড়াইয়ে প্রমাণ করতে হবে তিনি ফিট। আনচেলত্তি সাফ এমনটাই জানিয়ে দিয়েছেন নেইমারকে, ‘যারা বিশ্বকাপে থাকতে পারে, সে তালিকায় নেইমার আছে। নেইমার এখন সুস্থও। এখন তাকে মাঠে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করতে হবে।’
বিশ্বকাপের জন্য নিজেকে গড়ার জন্য নেইমার সময় পাবেন ছয় মাস। এ সময়সীমা বেঁধে দিয়ে কোচ আনচেলত্তি বলেন, ‘ব্রাজিলিয়ান লিগ শেষ হলে তার হাতে কিছুদিন ছুটি থাকবে। এরপর আবার তাকে নিজের যোগ্যতা, মান ও ফিটনেসের প্রমাণ দিতে হবে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে আমাদের হাতে ছয় মাস সময় আছে। দলে পরিবর্তন আনা প্রয়োজন কি না, তা জানতে আমরা নেইমারসহ সবাইকে পর্যবেক্ষণ করব। আমরা চেষ্টা করছি যেন দলটি বিশ্বকাপের সময় সেরা অবস্থায় থাকে। আমরা সঠিক পথে এগোচ্ছি। মার্চ পর্যন্ত আমি খেলোয়াড় বদলাতে পারব। আমি বিশ্বাস করি, যারা শেষ পর্যন্ত দলে থাকবে, তারা সবাই টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’
নেইমার বিশ্বকাপে বদলি ফুটবলার হিসেবে থাকতে পারেন ব্রাজিল দলে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদক থিয়াগো আরান্তেস দিয়েছেন তেমনই আভাস, ‘এখন এমন একটি ধারণা করা হচ্ছে নেইমারকে আসলেই দলে ডাকা হতে পারে, যাতে বিশেষ কোনো ম্যাচে বা মুহূর্তে সে দলের পার্থক্য তৈরি করতে পারে। কোচিং স্টাফরা মনে করেন এটা সম্ভব।’

