বিশাখাপত্তনমে অষ্টম ওভারে স্মৃতি মান্ধানা বিশাল এক ছক্কা হাঁকান। অস্ট্রেলিয়ার সোফি মোলিনুর বল উড়িয়ে পার করেন সীমানা। এই ছক্কাতেই নতুন ইতিহাস লিখে ফেলেছেন ভারতীয় এ তারকা ব্যাটার।
নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান সংগ্রহের রেকর্ড গড়লেন মান্ধানা। আজ কীর্তিটা গড়লেন নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডেতে চার হাজার ৯৪২ রান নিয়ে মাঠে নেমেছিলেন।
অস্ট্রেলিয়ান বোলার কিম গার্থকে ছক্কা মেরে নারী ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন মান্ধানা। নারী ওয়ানডেতে পঞ্চম ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

