আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচাল শ্রীলঙ্কা

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল সালমান আগাদের সামনে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ডিএলএস মেথডে ১৪ রানে জিতে সিরিজ বাঁচিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ লেভেল করেছে লঙ্কানরা।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে পরিধি কমে ১২ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানের লক্ষ্য ছিল ১৬১। তবে টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে তাদের ইনিংস থেমে গেছে ১৪৬ রানে। সালমান এনে দেন ৪৫ রান। ২৮ রান করেন মোহাম্মদ নাওয়াজ। খাজা নাফি যোগ করেন ২৬ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই শিকার করেন ৪ উইকেট।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। যদিও শুরুটা মোটেই ভালো ছিল না তাদের। ৫২ রান তুলতেই ৩ উইকেট খুইয়ে ফেলেছিল স্বাগতিক লঙ্কানরা। ক্যাপ্টেন দাসুন শানাকার ব্যাট থেকে আসে ৩৪ রান। আর ৩০ রান এনে দেন কুশল মেন্ডিস। বাকি ব্যাটসম্যানদের কেউ ২২ রানের স্কোরও পেরোতে পারেননি। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন