অবশেষে জয়রথ থামল রংপুরের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭: ০১
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৫

বিপিএলে আগের আট ম্যাচের মধ্যে শতভাগ জয়ের দেখা পায় রংপুর রাইডার্স। প্রথম দল হিসেবে প্লে অফেও জায়গা করে নেয় নুরুল হাসান সোহানের দল। অবশেষে জয়রথ থামল তাদের। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানে হেরেছে রংপুর।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে রাজশাহী। ৩২ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ইয়াসির আলি। ৩৯ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে। ১৯ বল খেলেন এই ওপেনার। ৩১ বলে ৩৪ রান করেন এনামুল হক বিজয়। রংপুরের হয়ে খুশদিল শাহ ও আকিফ জাভেদ তিনটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

চ্যালেঞ্জিং লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। ২৯ বলে ৪৩ রান করেন সাইফ হাসান। ২৬ বল খেলা সোহানের ব্যাট থেকে আসে ৪১ রান। এছাড়া ১৪ বলে ২৩ রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন। ২২ রানে চার উইকেট নেন রায়ান বার্ল।

সংক্ষিপ্ত স্কোর:

দুর্বার রাজশাহী: ১৭০/৯ (২০ ওভার); ইয়াসির ৬০, সাব্বির ৩৯; আকিফ ৩/২৩

রংপুর রাইডার্স: ১৪৬/১০ (১৯.২ ওভার); সাইফ ৪৩, নুরুল ৪১; বার্ল ৪/২২

ফল: রাজশাহী ২৪ রানে জয়ী।

ম্যাচসেরা: রায়ান বার্ল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত