গোলমেশিন কিলিয়ান এমবাপ্পে। গোল স্কোরিং-ই তার নেশা। গোল ছাড়া তার যেন চলেই না! তাই তো প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিয়ে চলেছেন। এবার জোড়া গোল করলেন এমবাপ্পে। ফরাসি এই তারকার ফুটবল নৈপুণ্যের সুবাদে তিন ম্যাচ বিরতি দিয়ে লা লিগায় জয়ের ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে রিয়াল ছিনিয়ে নিয়েছে ৩-০ গোলের দাপুটে এক জয়।
অন্যদিকে চোট নিয়েও ব্রাজিলিয়ান সিরি এ’তে হ্যাটট্রিক হাঁকিয়েছেন নেইমার জুনিয়র। তার ফুটবল ম্যাজিকে জুভেন্তুদের ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। আর জার্মান কাপে বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে। কোপা ইতালিয়ায় ইন্টার মিলান নিজেদের মাঠে ৫-১ গোলে ধসিয়ে দিয়েছে ভেনেজিয়াকে।
সান মামেসে রিয়াল লিড পায় ম্যাচের ৭ মিনিটের মাথায়। মাদ্রিদের জায়ান্টকে এগিয়ে দেন এমবাপ্পে। বক্সের বাইরে পাস পেয়ে প্রতিপক্ষের দুজন ফুটবলারকে বোকা বানিয়ে একক চেষ্টায় চোখ ধাঁধানো এক গোল উপহার দেন ফরাসি সুপারস্টার। ম্যাচের ৪২ মিনিটে রিয়ালের হয়ে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান কামাভিঙ্গা। সতীর্থের এই গোলে অ্যাসিস্ট করেন এমবাপ্পে।
উড়ে আসা বলে মাথা ছুঁয়ে দেন এমবাপ্পে। বল চলে যায় কামাভিঙ্গার দখলে। হেডে জাল কাঁপাতে বিন্দুমাত্র ভুল হয়নি এই ফরাসি মিডফিল্ডারের। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে জয়ের ব্যবধান ৩-০ করে ফেলেন এমবাপ্পে। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল উপহার দিয়ে ফুটবলপ্রেমীদের তাক লাগিয়ে দেন বিশ্বকাপজয়ী এ মেগাস্টার।
লড়াই শেষে দারুণ ফর্মে থাকা এমবাপ্পের স্তুতি গেয়েছেন কোচ জাবি আলোনসো, ‘কিলিয়ান দারুণ ছন্দে আছে। সে দুটি অসাধারণ গোল করেছে। তার দৌড়ানোর গতি ও ভিনির (ভিনিসিয়ুস জুনিয়র) সঙ্গে বোঝাপড়াও খুব ভালো ছিল। আর প্রথম মিনিট থেকেই জয়ের জন্য খেলতে নেমেছিল দল।’
এদিকে নেইমার গোল তিনটি করেন বিরতির পর- ৫৬, ৬৫ ও ৭৩ মিনিটে। ১৭ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন। নিজের শেষ গোলটি করেন পেনাল্টি থেকে। এর আগে সবশেষ হ্যাটট্রিক হাঁকিয়েছিলেন নেইমার ২০২২ সালে- ৯ এপ্রিল। পিএসজির জার্সিতে ক্লেরমন্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। সতীর্থের এক গোলে অ্যাসিস্টও করেছিলেন নেইমার। তিন বছর সাত মাস ২৫ দিন (১৩৩৫ দিন) পর হ্যাটট্রিকের দেখা পেলেন এ ব্রাজিলিয়ান স্টার ফরোয়ার্ড।
একনজরে
অ্যাথলেটিক বিলবাও ০-৩ রিয়াল মাদ্রিদ
জুভেন্তুদে ০-৩ সান্তোস

