ব্যালন ডি’অর ট্রফি আগেই জিতেছেন উসমান দেম্বেলে। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জয়ের লড়াইয়েও এগিয়ে ছিলেন। ২০২৫ সালের ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন ফরাসি এ তারকা ফুটবলার। এ পুরস্কার জয়ের পথে হারিয়েছেন কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে।
পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা উপহার দিয়েছেন দেম্বেলে। পিএসজির ঘরোয়া ট্রেবল জয়েও রেখেছেন অনন্য ভূমিকা। প্রথম বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে দেন দলকে।
ব্যালন ডি’অরের মতো ২০২৫ সালে ফিফা দ্য বেস্টেও সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আইতানা বোনমাতি। টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার এ স্প্যানিশ তারকা।
ব্যালন ডি’অরের মতো ফিফা বেস্টেও সেরা নারী কোচ ইংল্যান্ড জাতীয় নারী দলের কোচ সারিনা ভিগমান। আর বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে।
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং। গত এপ্রিলে ২. বুন্দেসলিগার একটি ম্যাচে এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের এই চিকিৎসক দ্রুত চিকিৎসা দিয়ে মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক দর্শকের জীবন বাঁচিয়েছিলেন। মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য উদাহরণ সৃষ্টির স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেয়েছেন হারলাস-নয়কিং।
পুসকাস অ্যাওয়ার্ডের জিতেছেন সান্তিয়াগো মঁতিয়েল। মে মাসে বিপক্ষে ইন্ডিপেনদিয়েন্তের জার্সিতে বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য ওভারহেড কিক নিয়েই পেলেন এই সম্মাননা।
ফিফার দ্য বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছেন ইংল্যান্ডের হানা হ্যাম্পটন ও ম্যানচেস্টার সিটির গোলবারের অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি দোন্নারুম্মা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

