রংপুর রাইডার্স-সিলেট টাইটান্স ম্যাচ। গ্যালারিতে যেমন উত্তেজনা, ঠিক তেমনি মাঠেও ছিল না তারা অভাব। এমন তারকাবহুল ম্যাচে খালেদ আহমেদ ম্যাচের পুরো আলো টেনে নিয়েছেন তার নিজের দিকে। বল হাতে দারুণ পারফর্ম করা খালেদ ১৪ রানে শিকার করেন ৪ উইকেট। তাতে শুধু রংপুর রাইডার্সের ব্যাটিং লাইনআপই ধসিয়ে দেননি, নিজের করে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।
বিপিএলের এবারের আসরে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন খালেদ আহমেদ। ৮ ম্যাচ শেষে তার নামের আছে ১১ উইকেট। এবারের আসরে আরো একবার ৪ উইকেট শিকারের করেছিলেন তিনি। এবার গুরুত্বপূর্ণ ম্যাচে এসে আবার জ্বলে উঠলেন। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে নিজের কোটার পুরো ৪ ওভারে ১৪ ডট দেন খালেদ আহমেদ।
১৪ ডট দেওয়া খালেদের খরচও ছিল ১৪ রান। কোটার পুরোটা সময়ে কোনো বাউন্ডারি হজম করেননি। তাতে স্পষ্ট বল হাতে কতটা সাবলীল ছিলেন খালেদ। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে তাওহিদ হৃদয়কে ফেরান খালেদ আহমেদ। পরের ওভারে তার শিকারে পরিণত লিটন দাস। দুজনই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ তুলে। প্রথম দুই ওভারে দুই উইকেট নেওয়া খালেদের সে সময় বোলিং ফিগার ছিল, ২-০-৯-২!
তৃতীয় ওভারে খালেদের শিকার ছিল দুই উইকেট। এবার তার শিকারে পরিণত হন ফাহিম আশরাফ ও নুরুল হাসান সোহান। তাতে তিন ওভার শেষে খালেদের বোলিং ফিগার, ৩-০-১৩-৪! প্রথম তিন ওভারে চার গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে রংপুরের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার সবচেয়ে বড় নায়ক খালেদ আহমেদ। তার এমন উজ্জ্বল বোলিংয়ে মাত্র ১১১ রানে থামে রংপুরের ইনিংস। প্রথম তিন ওভারে দারুণ বোলিং করা খালেদ শেষ ওভারে খরচ করেন মাত্র ১ রান। তাতে ম্যাচে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১৪-৪! রংপুরের ব্যাটিং লাইনআপ ধসিয়ে তাই ম্যাচসেরা খালেদ আহমেদ!
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

