ভিয়েতনামের কাছে হারে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫২
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৫

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ। তাদের পরবর্তী ম্যাচ ৬ সেপ্টেম্বর, ইয়েমেনের বিপক্ষে। ৩ পয়েন্ট অর্জন করে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ভিয়েতনাম। একইদিন অপর ম্যাচে ইয়েমেন ২-১ গোলে হারায় সিঙ্গাপুরকে।

বিজ্ঞাপন


বসুন্ধরা কিংসের হয়ে জার্সি গায়ে চ্যালেঞ্জ লিগে খেলেন ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেল। আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলেও অভিষেক হয়ে গেল এই আলোচিত ফুটবলারের। তবে কিউবার অভিষেক ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল না। এদিন ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ফাহমিদুলকে ছাড়াই মাঠে নামবে অনূর্ধ্ব-২৩ দল। প্রথম আধঘণ্টা একচ্ছত্র আধিপত্য করে ভিয়েতনাম। ১০ মিনিটেই এগিয়ে যেত পারত দলটি। যদি না মিডফিল্ডার ফি হোয়াংয়ের জোরালো শটে বল বারে লেগে ফিরে না আসত।

অবশ্য গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটে ফি হোয়াংয়ের অ্যাসিস্ট থেকে ফরোয়ার্ড এনগোক মাই বাম প্রান্ত দিয়ে আক্রমণে যান। কোনাকুনি শটে গোল করে ভিয়েতনামকে আনন্দের উপলক্ষ এনে দেন এই ফুটবলার। ২০ মিনিটে স্কোরলাইন বাড়িয়ে নিতে পারত স্বাগতিকরা। তবে সুযোগ হাতছাড়া হয় তাদের।

৩৫ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। সেট পিস থেকে অধিনায়ক শেখ মোরসালিন শট নিলেও বল গোলরক্ষকের তালুবন্দি হয়। প্রথমার্ধে আরো সুযোগ মিস হয়েছে বাংলাদেশের। বিরতির পর আক্রমণের ধার বাড়াতে আল আমিন ও আকাশকে উঠিয়ে মিরাজুল ইসলাম এবং পিয়াস নোভাকে মাঠে নামান কোচ সাইফুল বারী টিটু। কিন্তু উল্টো একের পর এক আক্রমণ শানাতে থাকে ভিয়েতনাম। ৮২ মিনিটে আরেকটি চোখ জুড়ানো সেভ করেন শ্রাবণ।

তবে পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে ভিয়েতনাম। লি ডুকের অ্যাসিস্ট থেকে এবার সফল হন ভিকটর। ফলে ২-০ গোলে হার মেনে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত