স্পোর্টস রিপোর্টার
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ। তাদের পরবর্তী ম্যাচ ৬ সেপ্টেম্বর, ইয়েমেনের বিপক্ষে। ৩ পয়েন্ট অর্জন করে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ভিয়েতনাম। একইদিন অপর ম্যাচে ইয়েমেন ২-১ গোলে হারায় সিঙ্গাপুরকে।
বসুন্ধরা কিংসের হয়ে জার্সি গায়ে চ্যালেঞ্জ লিগে খেলেন ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেল। আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলেও অভিষেক হয়ে গেল এই আলোচিত ফুটবলারের। তবে কিউবার অভিষেক ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল না। এদিন ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ফাহমিদুলকে ছাড়াই মাঠে নামবে অনূর্ধ্ব-২৩ দল। প্রথম আধঘণ্টা একচ্ছত্র আধিপত্য করে ভিয়েতনাম। ১০ মিনিটেই এগিয়ে যেত পারত দলটি। যদি না মিডফিল্ডার ফি হোয়াংয়ের জোরালো শটে বল বারে লেগে ফিরে না আসত।
অবশ্য গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটে ফি হোয়াংয়ের অ্যাসিস্ট থেকে ফরোয়ার্ড এনগোক মাই বাম প্রান্ত দিয়ে আক্রমণে যান। কোনাকুনি শটে গোল করে ভিয়েতনামকে আনন্দের উপলক্ষ এনে দেন এই ফুটবলার। ২০ মিনিটে স্কোরলাইন বাড়িয়ে নিতে পারত স্বাগতিকরা। তবে সুযোগ হাতছাড়া হয় তাদের।
৩৫ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। সেট পিস থেকে অধিনায়ক শেখ মোরসালিন শট নিলেও বল গোলরক্ষকের তালুবন্দি হয়। প্রথমার্ধে আরো সুযোগ মিস হয়েছে বাংলাদেশের। বিরতির পর আক্রমণের ধার বাড়াতে আল আমিন ও আকাশকে উঠিয়ে মিরাজুল ইসলাম এবং পিয়াস নোভাকে মাঠে নামান কোচ সাইফুল বারী টিটু। কিন্তু উল্টো একের পর এক আক্রমণ শানাতে থাকে ভিয়েতনাম। ৮২ মিনিটে আরেকটি চোখ জুড়ানো সেভ করেন শ্রাবণ।
তবে পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে ভিয়েতনাম। লি ডুকের অ্যাসিস্ট থেকে এবার সফল হন ভিকটর। ফলে ২-০ গোলে হার মেনে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ। তাদের পরবর্তী ম্যাচ ৬ সেপ্টেম্বর, ইয়েমেনের বিপক্ষে। ৩ পয়েন্ট অর্জন করে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ভিয়েতনাম। একইদিন অপর ম্যাচে ইয়েমেন ২-১ গোলে হারায় সিঙ্গাপুরকে।
বসুন্ধরা কিংসের হয়ে জার্সি গায়ে চ্যালেঞ্জ লিগে খেলেন ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেল। আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলেও অভিষেক হয়ে গেল এই আলোচিত ফুটবলারের। তবে কিউবার অভিষেক ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল না। এদিন ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ফাহমিদুলকে ছাড়াই মাঠে নামবে অনূর্ধ্ব-২৩ দল। প্রথম আধঘণ্টা একচ্ছত্র আধিপত্য করে ভিয়েতনাম। ১০ মিনিটেই এগিয়ে যেত পারত দলটি। যদি না মিডফিল্ডার ফি হোয়াংয়ের জোরালো শটে বল বারে লেগে ফিরে না আসত।
অবশ্য গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটে ফি হোয়াংয়ের অ্যাসিস্ট থেকে ফরোয়ার্ড এনগোক মাই বাম প্রান্ত দিয়ে আক্রমণে যান। কোনাকুনি শটে গোল করে ভিয়েতনামকে আনন্দের উপলক্ষ এনে দেন এই ফুটবলার। ২০ মিনিটে স্কোরলাইন বাড়িয়ে নিতে পারত স্বাগতিকরা। তবে সুযোগ হাতছাড়া হয় তাদের।
৩৫ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। সেট পিস থেকে অধিনায়ক শেখ মোরসালিন শট নিলেও বল গোলরক্ষকের তালুবন্দি হয়। প্রথমার্ধে আরো সুযোগ মিস হয়েছে বাংলাদেশের। বিরতির পর আক্রমণের ধার বাড়াতে আল আমিন ও আকাশকে উঠিয়ে মিরাজুল ইসলাম এবং পিয়াস নোভাকে মাঠে নামান কোচ সাইফুল বারী টিটু। কিন্তু উল্টো একের পর এক আক্রমণ শানাতে থাকে ভিয়েতনাম। ৮২ মিনিটে আরেকটি চোখ জুড়ানো সেভ করেন শ্রাবণ।
তবে পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে ভিয়েতনাম। লি ডুকের অ্যাসিস্ট থেকে এবার সফল হন ভিকটর। ফলে ২-০ গোলে হার মেনে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে