গোল বন্যায় দেম্বেলের প্রত্যাবর্তন রাঙাল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১: ১০
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১: ২৫
উসমান দেম্বেলে

বার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি। শেষে সেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই জয়ের ছন্দে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা। বায়ার লেভারকুসেনের মাঠ সফরে গিয়ে রীতিমতো গোলের বন্যায় বইয়ে দিয়েছে পিএসজি। ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের প্রত্যাবর্তন রাঙিয়ে জার্মান দলটিকে ৭-২ গোলে ধসিয়ে দিয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। অন্য ম্যাচে ইন্টার মিলান ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউনিয়ন সেন্ট-গিলোইসকে।

বিজ্ঞাপন

নিজেদের মাঠ বেঅ্যারেনায় বলতে গেলে পাত্তাই পায়নি লেভারকুসেন। উড়ে গেছে খড়কুটোর মতো। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে লেভারকুসেনকে নাস্তানাবুদ করে ফেলে পিএসজি। তাই রক্ষণটা আর ধরে রাখতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটেই রক্ষণের চিড় খুঁজে নিয়ে স্বাগতিকদের জাল খুঁজে নেন উইলিয়ান পাচো। বিরতিতে যাওয়ার আগে শুরু হয়ে যায় গোল উৎসব। দেজিয়ারে দুয়ে প্রথমার্ধ শেষের আগেই জোড়া গোল পূর্ণ করে ফেলেন। তার দুই গোলের মাঝে জালের দেখা পেয়ে যান খভিচা কভারাতশেলিয়া।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াতেই ফের গোলের পর গোল হজম করতে থাকে লেভারকুসেন। নুনো মেন্দেজ, উসমান দেম্বেলে ভিতিনহাও নাম লিখেছেন স্কোর শিটে। দুই অর্ধে দুটি গোল করে লেভারকুসেনকে সান্ত্বনা দেন অ্যালেইক্স গার্সিয়া। গোল বন্যার ম্যাচে মাথা গরমটাও কম করেনি দুপক্ষ। যার ফল দুটি লাল কার্ড। লেভারকুসেনের রবার্ট আনরিচ আর পিএসজির ইলিয়া জাবারনি কার্ড দেখে মাঠ ছাড়েন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত