স্পোর্টস ডেস্ক
বার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি। শেষে সেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই জয়ের ছন্দে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা। বায়ার লেভারকুসেনের মাঠ সফরে গিয়ে রীতিমতো গোলের বন্যায় বইয়ে দিয়েছে পিএসজি। ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের প্রত্যাবর্তন রাঙিয়ে জার্মান দলটিকে ৭-২ গোলে ধসিয়ে দিয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। অন্য ম্যাচে ইন্টার মিলান ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউনিয়ন সেন্ট-গিলোইসকে।
নিজেদের মাঠ বেঅ্যারেনায় বলতে গেলে পাত্তাই পায়নি লেভারকুসেন। উড়ে গেছে খড়কুটোর মতো। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে লেভারকুসেনকে নাস্তানাবুদ করে ফেলে পিএসজি। তাই রক্ষণটা আর ধরে রাখতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটেই রক্ষণের চিড় খুঁজে নিয়ে স্বাগতিকদের জাল খুঁজে নেন উইলিয়ান পাচো। বিরতিতে যাওয়ার আগে শুরু হয়ে যায় গোল উৎসব। দেজিয়ারে দুয়ে প্রথমার্ধ শেষের আগেই জোড়া গোল পূর্ণ করে ফেলেন। তার দুই গোলের মাঝে জালের দেখা পেয়ে যান খভিচা কভারাতশেলিয়া।
দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াতেই ফের গোলের পর গোল হজম করতে থাকে লেভারকুসেন। নুনো মেন্দেজ, উসমান দেম্বেলে ভিতিনহাও নাম লিখেছেন স্কোর শিটে। দুই অর্ধে দুটি গোল করে লেভারকুসেনকে সান্ত্বনা দেন অ্যালেইক্স গার্সিয়া। গোল বন্যার ম্যাচে মাথা গরমটাও কম করেনি দুপক্ষ। যার ফল দুটি লাল কার্ড। লেভারকুসেনের রবার্ট আনরিচ আর পিএসজির ইলিয়া জাবারনি কার্ড দেখে মাঠ ছাড়েন।
বার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি। শেষে সেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই জয়ের ছন্দে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা। বায়ার লেভারকুসেনের মাঠ সফরে গিয়ে রীতিমতো গোলের বন্যায় বইয়ে দিয়েছে পিএসজি। ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের প্রত্যাবর্তন রাঙিয়ে জার্মান দলটিকে ৭-২ গোলে ধসিয়ে দিয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। অন্য ম্যাচে ইন্টার মিলান ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউনিয়ন সেন্ট-গিলোইসকে।
নিজেদের মাঠ বেঅ্যারেনায় বলতে গেলে পাত্তাই পায়নি লেভারকুসেন। উড়ে গেছে খড়কুটোর মতো। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে লেভারকুসেনকে নাস্তানাবুদ করে ফেলে পিএসজি। তাই রক্ষণটা আর ধরে রাখতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটেই রক্ষণের চিড় খুঁজে নিয়ে স্বাগতিকদের জাল খুঁজে নেন উইলিয়ান পাচো। বিরতিতে যাওয়ার আগে শুরু হয়ে যায় গোল উৎসব। দেজিয়ারে দুয়ে প্রথমার্ধ শেষের আগেই জোড়া গোল পূর্ণ করে ফেলেন। তার দুই গোলের মাঝে জালের দেখা পেয়ে যান খভিচা কভারাতশেলিয়া।
দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াতেই ফের গোলের পর গোল হজম করতে থাকে লেভারকুসেন। নুনো মেন্দেজ, উসমান দেম্বেলে ভিতিনহাও নাম লিখেছেন স্কোর শিটে। দুই অর্ধে দুটি গোল করে লেভারকুসেনকে সান্ত্বনা দেন অ্যালেইক্স গার্সিয়া। গোল বন্যার ম্যাচে মাথা গরমটাও কম করেনি দুপক্ষ। যার ফল দুটি লাল কার্ড। লেভারকুসেনের রবার্ট আনরিচ আর পিএসজির ইলিয়া জাবারনি কার্ড দেখে মাঠ ছাড়েন।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগেসুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১১ রানের লক্ষ্যে প্রথম বলে ওয়াইড ও নো বলের কল্যাণে বাড়তি এক বল পায় বাংলাদেশ। তাতে এক বলে বাংলাদেশের নামের পাশে ৫ রান। সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে ছিল ফ্রি হিট। তাতে ৫ বলে বাংলাদেশের দরকার ছিল ৬ রান।
৯ ঘণ্টা আগে