কেইন দ্যুতিতে জিতল বায়ার্ন
স্পোর্টস ডেস্ক
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেললো চ্যাম্পিয়নদের মতো। রাজকীয় পারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেই শুরু করল ইউরোপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গোল উৎসব করল কোচ লুইস এনরিকের পিএসজি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে আতালান্তাকে ধসিয়ে দিয়েছে ৪-০ গোলে।
পিএসজির জার্সিতে ম্যাচের ৩ মিনিটেই গোল উৎসবের শুরুটা করেন অধিনায়ক মার্কিনিওস। লড়াইয়ের ৩৯ মিনিটে খিচা কাভারাস্কেইয়া আতালান্তার জাল কাঁপান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন প্যারিসিয়ানরা।
বিরতির পর পিএসজি পায় আরও দুই গোলের সন্ধান। ৫১ মিনিটে আতালান্তার রাজ্যের হতাশায় ডুবিয়ে দেন নুনো মেন্দেস। আর ইনজুরি টাইমে বদলি নেমে ইতালিয়ান ক্লাবটিকে মানসিক ভাবে বিধ্বস্ত করেন গনসালো রামোস।
অন্যদিকে মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়েছেন হ্যারি কেইন। পেয়েছেন জোড়া গোলের দেখা। তার ডাবল গোলের ম্যাজিকে চেলসিকে ৩-১ ব্যবধানে ধরাশায়ী করেছে বায়ার্ন মিউনিখ। ২০১২ সালের পর জার্মান জায়ান্টটির কাছে সবগুলো ম্যাচই হারল স্টামফোর্ড ব্রিজ শিবির।
নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নকে প্রথম গোলটা উপহার দিয়েছে চেলসি। ইংলিশ ক্লাবটির সেন্টার-ব্যাক ট্রেভোহ চালোবাহ আত্মঘাতী হলে লিড নেয় বাভারিয়ানরা। পরে ব্যবধান ২-০তে নিয়ে যান কেইন। মইসেস কাইসেদো বক্সের মধ্যে কেইনকে অযথা ট্যাকল করলে পেনাল্টি পায় বায়ার্ন। সুযোগটি কাজে লাগান কেইন।ম্যাচের ২৯ মিনিটে মালো গুস্তোর পাস থেকে এক গোল শোধ করেন কোল পালমার।
৬৩ মিনিটে চেলসির মালো গুস্তো ভুল করে পাস দেন কেইনকে। কিন্তু নিজের জোড়া গোল পূর্ণ করার সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি এ তারকা ইংলিশ স্ট্রাইকার। এ গোলে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন কেইন। ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ভিন্ন দুটি ক্লাবের জার্সিতে ২০টির বেশি গোল করার কৃতিত্বে অংশীদার হয়েছেন কেইন।
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে আর নেইমার বার্সেলোনা ও পিএসজির প্রতিনিধিত্ব করে ২০টির বেশি গোল পেয়েছেন ইউরোপের ক্লাব ফুটবলের এ এলিট আসরে। কেইন রেকর্ডটা স্পর্শ করলেন টটেনহাম ও বায়ার্নের জার্সিতে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেললো চ্যাম্পিয়নদের মতো। রাজকীয় পারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেই শুরু করল ইউরোপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গোল উৎসব করল কোচ লুইস এনরিকের পিএসজি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে আতালান্তাকে ধসিয়ে দিয়েছে ৪-০ গোলে।
পিএসজির জার্সিতে ম্যাচের ৩ মিনিটেই গোল উৎসবের শুরুটা করেন অধিনায়ক মার্কিনিওস। লড়াইয়ের ৩৯ মিনিটে খিচা কাভারাস্কেইয়া আতালান্তার জাল কাঁপান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন প্যারিসিয়ানরা।
বিরতির পর পিএসজি পায় আরও দুই গোলের সন্ধান। ৫১ মিনিটে আতালান্তার রাজ্যের হতাশায় ডুবিয়ে দেন নুনো মেন্দেস। আর ইনজুরি টাইমে বদলি নেমে ইতালিয়ান ক্লাবটিকে মানসিক ভাবে বিধ্বস্ত করেন গনসালো রামোস।
অন্যদিকে মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়েছেন হ্যারি কেইন। পেয়েছেন জোড়া গোলের দেখা। তার ডাবল গোলের ম্যাজিকে চেলসিকে ৩-১ ব্যবধানে ধরাশায়ী করেছে বায়ার্ন মিউনিখ। ২০১২ সালের পর জার্মান জায়ান্টটির কাছে সবগুলো ম্যাচই হারল স্টামফোর্ড ব্রিজ শিবির।
নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নকে প্রথম গোলটা উপহার দিয়েছে চেলসি। ইংলিশ ক্লাবটির সেন্টার-ব্যাক ট্রেভোহ চালোবাহ আত্মঘাতী হলে লিড নেয় বাভারিয়ানরা। পরে ব্যবধান ২-০তে নিয়ে যান কেইন। মইসেস কাইসেদো বক্সের মধ্যে কেইনকে অযথা ট্যাকল করলে পেনাল্টি পায় বায়ার্ন। সুযোগটি কাজে লাগান কেইন।ম্যাচের ২৯ মিনিটে মালো গুস্তোর পাস থেকে এক গোল শোধ করেন কোল পালমার।
৬৩ মিনিটে চেলসির মালো গুস্তো ভুল করে পাস দেন কেইনকে। কিন্তু নিজের জোড়া গোল পূর্ণ করার সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি এ তারকা ইংলিশ স্ট্রাইকার। এ গোলে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন কেইন। ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ভিন্ন দুটি ক্লাবের জার্সিতে ২০টির বেশি গোল করার কৃতিত্বে অংশীদার হয়েছেন কেইন।
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে আর নেইমার বার্সেলোনা ও পিএসজির প্রতিনিধিত্ব করে ২০টির বেশি গোল পেয়েছেন ইউরোপের ক্লাব ফুটবলের এ এলিট আসরে। কেইন রেকর্ডটা স্পর্শ করলেন টটেনহাম ও বায়ার্নের জার্সিতে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৩ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে