শঙ্কা ছিল শেষ পর্যন্ত রংপুর রাইডার্স প্লে অফ নিশ্চিত করতে পারবে কি-না। ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে দলটি। তাদের এই জয়ে প্লে অফে যে সামান্য আশা ছিল, ঢাকা ক্যাপিটালসের সেই আশা আজ গেছে ফুরিয়ে। ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ১২৬ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স। জবাবে ১৭০ রানে থামে ঢাকা ক্যাপিটালসের ইনিংস। তাতে ১১ রানে ম্যাচ হেরে এবারের বিপিএলেও প্লে অফে উঠতে ব্যর্থ হলো ঢাকা।
আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয় শুরু করেন তাণ্ডব। দুজন মিলে যোগ করেন ১২৬ রান। মালান ৪৯ বলে ৭৮ ও তাওহিদ হৃদয় ৪৬ বলে ৬২ রান করেন। মালানের ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছক্কা। এছাড়া শেষদিকে কাইল মায়ার্সের ব্যাটে ১৬ বলে আসে ২৪ রান। তাতে ১৮১ রানে থামে রংপুর রাইডার্সের ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৩৩ রানে নেন দুই উইকেট।
১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে উসমান খানের ব্যাটে ঝড়ো শুরু পায় ঢাকা ক্যাপিটালস। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। তার ওই ঝড়ো শুরুর পর মিডল অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। সাইফ হাসান ৬ বলে ১২ ও সাব্বির রহমান ৯ বলে করেন ৮ রান। এছাড়া অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৯ বলে ২৫ রান করে আউট হন।
দ্রুতই মিডল অর্ডার গুটানো ঢাকা ক্যাপিটালসের হাল ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩০ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৩ চার ও ৫ ছক্কা। এছাড়া শেষদিকে ১৪ বলে ২০ রানের ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। তাতে জয়ের খানিকটা আশা জাগালেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়। তাতে ঢাকা ক্যাপিটালস প্লে অফের আগেই ছিটকে গেল বিপিএল থেকে।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৮১/৪, ২০ ওভার (মালান ৭৮, হৃদয় ৬২, সাইফউদ্দিন ২/৩৩)।
ঢাকা ক্যাপিটালস : ১৭০/৭, ২০ ওভার (সাইফউদ্দিন ৫৮*, উসমান ৩১, নাহিদ ৩/১১)।
ফল : রংপুর রাইডার্স ১১ রানে জয়ী।
ম্যাচসেরা : ডেভিড মালান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

