হাজার কোটির প্রাইভেট জেট, বিলাসবহুল হোটেল

আনচেলত্তির জন্য কি করছে না ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৭: ২১

কার্লো আনচেলত্তি, নামটা এখন ব্রাজিলিয়ান ফুটবলের জন্য পরম প্রাপ্তি। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা সেলেসাওদের জন্য দারুণ একজন কোচের দরকার ছিল অনেক দিন ধরেই। তিতে পরবর্তী সময়ে ফার্নান্দো জিনিত, ডরিভাল জুনিয়ররা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসলেও প্রত্যাশার ছিঁটেফুটাও পূরণ করতে পারেননি। উল্টো দীর্ঘ হয়েছে ব্যর্থতার গল্প। অবশেষে অনেক আশা নিয়ে অন্ধকারের চোরা গলি থেকে বের হতে আনচেলত্তিকে নিজেদের প্রধান কোচের পদে বসিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এতো প্রত্যাশা নিয়ে যাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া, সেই আনচেলত্তির জন্য আয়োজনের জন্য কমতি রাখেনি সংস্থাটি।

রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে সোমবার (২৬ মে) ব্রাজিলের মাটিতে পা রাখেন আনচেলত্তি। স্পেনের রাজধানী শহর মাদ্রিদ থেকে ডন কার্লোকে উড়িয়ে আনতে গড়পড়তা মানের কোনো বিমান ব্যবহার করেনি সিবিএফ। ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ‘বোমবার্ডিয়ার গ্লোবল ৭৫০০’ মডেলের প্রাইভেট জেটে করে রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আনচেলত্তি। এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল প্রাইভেট জেট। কানাডার বোমবার্ডিয়ার এভিয়েশনের তৈরি প্রাইভেট জেটটি সাধারণত বড় বড় ব্যবসায়ী কিংবা সেলিব্রেটিরা ব্যবহার করে থাকেন। এতে বিশেষায়িত চারটি কেবিন আছে। এই জেটে ১২ থেকে ১৬ জন যাত্রী বহর করা যায়। বিশেষ প্রয়োজনে ১৯ জন যাত্রীও উঠতে পারে। পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির এই প্রাইভেট জেটটির দাম সাত কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯১৪ কোটি ৯৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

ও গ্লোবো আরও জানিয়েছে, ব্রাজিলে আপাতত আনচেলত্তির স্থান হয়েছে রিও ডি জেনেইরোর গ্র্যান্ড হায়াত হোটেল। এই কোচের জন্য বারা দা তিজুকা অঞ্চলে অবস্থিত হোটেলটির ডিপ্লোম্যাট স্যুইট ভাড়া করেছে সিবিএফ। এর জন্য প্রতিদিন ৪ হাজার ২০০ ব্রাজিলিয়ান রিয়াল বা ৯০ হাজার ২৫৮ টাকা গুনতে হবে সংস্থাটিকে। আগামী রোববার পর্যন্ত এই হোটেলেই থাকবেন আনচেলত্তি। এরপর তাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেবে সিবিএফ।

ব্রাজিলের দায়িত্ব পালনের জন্য আনচেলত্তি রিও ডি জেনেইরোতে থাকলেও তার পরিবার থাকবেন ইউরোপে। পরিবারের সঙ্গে দেখা করার জন্য তাই তাকে একটি প্রাইভেট জেটও দেবে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্র্যান্ড হায়াত হোটেলেই নিজেদের কোচ হিসেবে আনেচলত্তিকে পরিচয় করিয়ে দেবে সিবিএফ। ব্রাজিলে আনচেলত্তির প্রথম সংবাদ সম্মেলন কাভারের জন্য ৫০০ আবেদন পড়েছিল। এর মধ্যে আট দেশের ২০০ সাংবাদিককে এই কোচের সংবাদ সম্মেলন কাভার করার অনুমতি দিয়েছে সিবিএফ। সবকিছু দেখভাল করার জন্য একজন প্রয়োজক নিয়োগ দিয়েছে সংস্থাটি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত