লক্ষ্য সরাসরি বিশ্বকাপ খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে চান জ্যোতি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৯: ২০
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২১: ০৮

ভারতের মাটিতে বসবে আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ। সে বিশ্বমঞ্চে সরাসরি জায়গা করে নিতে চাইলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার বিকল্প নেই বাংলাদেশ নারী দলের জন্য। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য সে কাজটিই করতে চান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ১৯, ২১ ও ২৪ জানুয়ারি ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে সফরকারী শিবির। এই সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘প্রথমত দেখেন আমাদের লক্ষ্য তো একটাই, যেন সফর থেকে চার পয়েন্ট নিতে পারি এবং ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারি। আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে নেই। আমাদের ওয়ানডে দল যেমন বেটার ক্রিকেট খেলছে সবশেষ সিরিজে। এই দলটা প্রাধান্য বিস্তার করে খেলেছে।’

জ্যোতি আরও বলেন, ‘আসন্ন সিরিজকে কেন্দ্র করে অনেকের মাথায় অনেক সমীকরণ থাকবে। কিন্তু আমি আমার দলের ক্রিকেটারদের একটা বার্তা দিয়েছি যেন ওখানে গিয়ে ভালো ক্রিকেট খেলতে পারি। আমাদের সিরিজ জিততে হবে। পরের হিসেবটা পরে। ম্যাচ জিতলে তো তারপর সমীকরণ আসবে আমাদের সামনে। তাই ম্যাচ জেতার দিকেই বেশি লক্ষ্য আমাদের।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত