টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির অংশ হিসেবে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তাতে শুরুটা দারুণ করল আফগানরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ রানে জিতেছে রশিদ খানের দল। আর এতে বড় অবদান আছে ক্যারিবীয়দেরও। ৮ রানের ব্যবধানে ৩ ম্যাচ ছেড়ে ম্যাচই ফেলে দিয়েছে তারা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানিস্তান। রানের খাতা খোলার আগে রানআউট হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ। দলীয় ১৯ রানে আউট সেদিকউল্লাহ অটলও (২)। এরপর ইব্রাহিম জাদরান ও রাসুলি মিলে ১০১ বলে ১৬২ রানের জুটি গড়ে দলকে বড় পুঁজি পাইয়ে দেন। ইব্রাহিম ৫৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৭ অপরাজিত থাকেন। রাসুলি ৮ চার ও ২ ছক্কায় ৫৯ বলে ৮৪ রান করেন। তাতে ২০ ওভারে ৩ উইকেটে তাদের ১৮১ রান তোলে আফগানিস্তান।
লক্ষ্য তাড়ায় নেমে ৫০ রানে নেই উইন্ডিজের ৫ উইকেট! পরাজয় সেখানেই নির্ধারণ হয়ে যায়। এরপর কেবল হারের ব্যবধান কমিয়েছেন স্যাম্পসন, ফোর্ড ও মোতিরা। স্যাম্পসন ২৪ বলে ৩০, ফোর্ড ২১ বলে ২৫ এবং ১৫ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন মোতি। তাতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
আফগানদের পক্ষে জিয়াউর রহমান সর্বোচ্চ ৩ এবং মুজিব-উর রহমান, রশিদ খান ও নুর আহমেদ দুটি করে শিকার ধরেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

