৮৫ রানে থামল রংপুর

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ০৮
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ১২

বিপিএলের এলিমিনেটরে সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াই করার মতো পুঁজিও পেল না রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে ৮৫ রানে অলআউট হয় নুরুল হাসান সোহানের দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদদের দারুণ বোলিংয়ে তাদের কোনো স্বীকৃত ব্যাটার ভরসা দিতে পারেননি। ২৩ রান করেন দলপতি সোহান। সেটাও ২৫ বল খেলে।

বিজ্ঞাপন

শেষদিকে আকিফ জাভেদ ব্যাট হাতে না দাঁড়ালে ৫০ এর আগেই গুটিয়ে যেতো রংপুর। শেষ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে ১৮ বলে ৩২ রান করেন এই পাকিস্তানি বোলার। রংপুরকে ১০০’র আগে গুটিয়ে দিতে সমান ৩টি করে উইকেট নেন মিরাজ ও নাসুম। এজন্য ১০ রান খরচ করেন মিরাজ। অন্যদিকে নাসুম দেন ১৬ রান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত