আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপিএলের প্লে অফ শুরু আজ

ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহী-চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার

ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহী-চট্টগ্রাম

৩০ ম্যাচের রবিন রাউন্ড লিগ পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে প্লে অফের খেলা। আজ দিনের প্রথম ম্যাচে অর্থাৎ, এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। দুপুর ১টায় শুরু হবে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

বিজ্ঞাপন

রবিন রাউন্ড লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে আছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম রয়্যালস। এই দুই দল আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। এই ম্যাচে হারা দলের সামনে সুযোগ থাকবে ফাইনালে খেলার। এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালের ওঠার সুযোগ থাকবে তাদের সামনে।

প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হওয়া দুই দল আছে সমানে সমান অবস্থানে। রবিন রাউন্ড লিগে দুই দলের প্রথম দেখায় চট্টগ্রাম জয় পেয়েছে ২ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় দেখায় রাজশাহীর জয় ছিল তিন উইকেটের। এবারের লড়াইয়ে কোন দল এগিয়ে যাবে সেটাই দেখার অপেক্ষা থাকবে আজ।

অন্যদিকে রবিন রাউন্ড লিগ শেষে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে রংপুর রাইডার্স ও চার নম্বরে আছে সিলেট টাইটান্স। এই দুই দল মুখোমুখি হবে বিপিএলের প্লে অফের এলিমিনেটরে। এই ম্যাচে হারা দল সরাসরি ছিটকে যাবে বিশ্বকাপ থেকে। জয়ী দলের সামনে থাকবে ফাইনালে ওঠার সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে তাদের নিশ্চিত করতে হবে ফাইনাল।

এলিমিনেটরে মাঠে নামার আগে দুই দল আছে সমানে সমান অবস্থানে। আগের দুই দফায় একটি করে ম্যাচ জিতেছে দুই দল। প্রথম দেখায় সিলেট টাইটান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের জয় ছিল ৬ উইকেটের বড় ব্যবধানে। আর দ্বিতীয় দেখায় সিলেটের মাটিতে রংপুরকে সমান ব্যবধানে হারায় সিলেট টাইটান্স। এই ম্যাচের আগে স্যাম বিলিংস ও ক্রিস ওকসকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। ফাইনালে ওঠার পথে প্রথম বাধা রংপুর রাইডার্সকে হারাতে মরিয়া হয়ে আছে দলটি। সে কারণে শেষ মুহূর্ত চমক হিসেবে বিলিংস ও ওকসকে দলে ভিড়িয়েছে তারা।

সিলেট টাইটান্স শেষ মুহূর্তে নিজেদের ডেরায় শক্তি বাড়ালেও, প্লে অফের বাকি তিন দল সে পথে হাঁটেনি। পুরো টুর্নামেন্টজুড়ে একই স্কোয়াড নিয়ে খেলা এই তিন দল পুরোনো স্কোয়াডের ওপরই রেখেছে আস্থা। তবে ফাইনালে উঠলে শেষ মুহূর্তে চমক দেখাতে মরিয়া হয়ে আছে রাজশাহী ওয়ারিয়র্স। শর্তসাপেক্ষে তারা নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে দলে ভেড়াতে চায়। পাশাপাশি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেলেও রাজশাহীর হয়ে বিপিএলের বাকি অংশ খেলার সিদ্ধান্ত নিয়েছেন জিমি নিশাম। ফলে বলাই যায়- প্লে অফে দারুণ লড়াই দেখার সুযোগ থাকছে দর্শকদের সামনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন