সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচ আজ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০: ০০

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ আবার বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে দুদলের ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে। চার দলের টুর্নামেন্টে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুবার খেলছে।

বিজ্ঞাপন

প্রথম পর্বে ভারত, নেপাল ও ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে নেপালের বিপক্ষে ৩-০ ও ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অর্পিতা দাসরা। কিন্তু ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় নারী দল। তবে এবার দ্বিতীয় পর্বে হাতে থাকা বাকি তিন ম্যাচেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ নারী দলের।


আজ নেপালের বিপক্ষে জয় তুলে নেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এ পর্যন্ত একমাত্র অনূর্ধ্ব-১৭ ছাড়া সিনিয়র দল থেকে শুরু করে বয়সভিত্তিক সাফের সব শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার ভুটানে অনূর্ধ্ব-১৭ সাফে শিরোপার খরা ঘুচাতে চায় নারী দল।

অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘আমরা প্রথম লেগ শেষ করেছি। এখন দ্বিতীয় লেগে আছি আমরা। দ্বিতীয় লেগে যদি আমরা তিনটি ম্যাচ জিততে পারি, আমরা চ্যাম্পিয়ন হব। সেভাবে আমরা কাজ করছি। আমরা দেশবাসীকে হতাশ করব না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত