এসএ টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলেছেন কেপটাউনের রায়ান রিকেলটন। ৬৫ বলে উপহার দিয়েছেন ১১৩ রানের দুর্বার এক ইনিংস। দুরন্ত ইনিংসটি সাজিয়েছেন ১১ ছক্কা আর পাঁচ বাউন্ডারির মারে। দাপটে সব শটের একটি আছড়ে পড়েছিল গ্যালারিতে। সেই ছক্কায় ভাগ্য পুরোপুরি বদলে গেছে এক দর্শকের।
কেপটাউনের ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে নেওয়া তার মারকুটে শট গ্যালারিতে পৌঁছতেই এক হাতে ক্যাচ ধরে ফেলেন ওই ক্রিকেট ভক্ত। এক হাতে ক্যাচ নিয়েই ২০ লাখ র্যান্ড জিতে নিয়েছেন ওই ভাগ্যবান ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় তিনি পেয়েছেন প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা। এসএ টি-টোয়েন্টিতে গালারিতে বসে খেলা দেখা কোনো দর্শক পরিষ্কারভাবে এক হাতে ক্যাচ লুফে নিতে পারলেই পাচ্ছেন এই বিশাল অঙ্কের অর্থ।
শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩২ রানের স্কোর গড়ে ডারবান’স সুপার জায়ান্টস। জবাবে রিকেলটনের সেঞ্চুরির পরও ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতেই গুটিয়ে যায় এমআই কেপটাউন। দলটি হার মানে ১৫ রানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

